Phulki Serial finally Paromita Angshu get married

বিয়ের পিঁড়িতে তুলকালাম! শত বাঁধা পেরিয়ে এক হল অংশু-পারমিতা, প্রকাশ্যে ‘ফুলকি’র ধামাকা পর্ব

নিউজশর্ট ডেস্কঃ দর্শকদে প্রিয় ধারাবাহিকের কথা উঠলে লিস্টে প্রথম দিকেই আসবে জি বাংলার ‘ফুলকি’ (Phulki) সিরিয়ালের নাম। রোহিত ও ফুলকিকে নিয়ে শুরু হলেও একাধিক চরিত্র এসেছে বেড়েছে সম্পর্কের পরিধি। তবে যেটা পাল্টায়নি সেটা হল একেরপর এক টানটান উত্তেজনার টুইস্ট আর জনপ্রিয়তা। মেগাটে নায়ক নায়িকা হিসাবে  অভিনয় করছেন অভিষেক বসু ও দিব্যানি মন্ডল। তবে সম্প্রতি রোহিতের বৌদি পারমিতার বিয়ের পর্ব চলছে।

শুরু থেকেই বিয়ে আটকানো বা ভেঙে দেওয়ার জন্য উঠে পড়েছে কিছু লোকেরা। এনকি অংশুর বাড়ি থেকেও এই বিয়ে মেনে নিতে রাজি নয়। কারণ এর আগেও একবার বিয়ে হয়েছিল পারমিতার কিন্তু বিধবা হয়ে গিয়েছিল সে। এদিন হইহই করে বিয়ের আয়োজন চলে। বিশেষ করে শুভদৃষ্টির দৃশ্যছিল দুর্দান্ত। চোখে মুখে ভয়ের ছাপ যেমন ছিল তেমনই ছিল পছন্দের মানুষের সাথে জীবন শুরুর আনন্দ। কিন্তু এরপরেই বাধে বিপত্তি।

Phulki Serial Anshu Paramita Wedding

মালাবদলের সময় অংশুর হাত ধরে তাঁর বাবা। তারপর মা ও বাবা দুজনেই বলে বিধবা মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে চান না তিনি। ঝামেলা বাড়তে পারমিতা কাঁদতে কাঁদতেই বিয়ের মণ্ডপ থেকে চলে যেতে শুরু করে কিন্তু তখন অংশু তাঁর হাত ধরে স্পষ্ট জানায় এত কিছু পেরিয়ে এই বিয়ের আয়োজন কি এর জন্য? ইতিমধ্যেই বাড়ি ছেড়ে চলে এসেছে সে ভালোবাসার টানে তাই আর কেউ আটকাতে পারবে না।

এরপর আর কি ফের চালু হয় বিয়ের আয়োজন। ফুলকি অনুরোধ করে কাকু কাকিমাকে থেকে আশীর্বাদ করার জন্য কিন্তু তারা কেউই থাকেনি। অবশ্য তাতে বিয়ের রীতি থেমে থাকে না। সাত পাকে ঘুরে সিঁদুরে পারমিতার সিঁথি রাঙিয়ে দিয়েছে অংশু। বিয়ের মুহূর্ত দেখে চোখ জুড়িয়েছে দর্শকদেরও। তবে বিয়ের পর যে কি হবে সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুনঃ স্পাই ক্যামেরা দিয়ে নায়িকাদের নগ্ন ভিডিও! ইন্ডাস্ট্রির নোংরা সত্যি নিয়ে বিস্ফোরক রাধিকা

প্রসঙ্গত, টিআরপি তালিকায় একাধিক সিরিয়ালের হাল খারাপের দিকে এগোচ্ছে। তবে নিজের জনপ্রিয়তা ঠিকই ধরে রেখেছে ফুলকি। শেষ প্রকাশিত টিআরপি লিস্টেও দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। তবে যে দিকে স্টোরি এগিয়েছে তাতে আবারও বেঙ্গল টপার হতেই পারে বলছে দর্শকেরা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X