Gold Price hiked See What is Gold And Silver rates today at kolkata

ধনতেরসে গয়না কেনার প্ল্যান? দেখুন আজকে কলকাতায় ১০ গ্রাম সোনার দাম

পার্থ মান্নাঃ আর কিছুদিন পরেই ধনতেরস। এই দিনে অনেকেই সোনার গহনা বা সোনা কিনতে পছন্দ করেন। তবে বর্তমানে যে হারে সোনার দাম বেড়েছে তাতে মধ্যবিত্তের হাল খারাপ। ইতিমধ্যেই ৮০ হাজার ছুঁয়েছে সোনার দাম। তবে প্রতিদিনই ওঠা নাম লেগে থাকে। তাই আজ যদি সোনা কিনতে যান তাহলে কত টাকা খরচ হবে? চলুন দেখে নেওয়া যাক আজ কলকাতায় সোনা ও রুপার রেট কত।

আজ কলকাতায় সোনার দাম

আজ আপনি যদি কলকাতায় ২২ ক্যারেট গহনা সোনা কিনতে চান তাহলে এক গ্রামের জন্য ৭৩৬০ টাকা খরচ হবে। অর্থাৎ ১০ গ্রামের জন্য ৭৩ হাজার ৬০০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৭ লক্ষ ৩৬ হাজার টাকা খরচ হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো বিগত ২৪ ঘন্টায় সোনার দামের কোনো পরিবর্তন হয়নি। তবে একদিন আগেই একধাক্কায় অনেকটা দাম বেড়ে গিয়েছে।

অবশ্য যদি খাঁটি ২৪ ক্যারেট সোনা কিনতে চান তাহলে আরও একটু বেশি খরচ হবে। সেখেত্রে ১ গ্রাম সোনা কেনার জন্য ৮০২৯ টাকা খরচ হবে। সেই হিসাবে ১০ গ্রামের জন্য ৮০ হাজার ২৯০ টাকা ও ১০০ গ্রামের জন্য ৮ লক্ষ ২ হাজার ৯০০ টাকা খরচ পড়বে। এক্ষেত্রেও বিগত ২৪ ঘন্টায় দামের কোনো পরিবর্তন করা হয়নি।

তবে যদি সস্তায় সোনা কিনতে চান তাহলে ১৮ ক্যারেট সোনা কিনতে পারেন। যদি আজ কলকাতায় ১ গ্রাম আঠেরো ক্যারেট সোনা কিনতে চান তাহলে ৬০২২ টাকা খরচ হবে। সেই হিসাবে দশ গ্রামের জন্য ৬০ হাজার ২২০ টাকা ও একশো গ্রামের জন্য ৬ লক্ষ্য ২ হাজার ২০০ টাকা খরচ হবে। এক্ষেত্রেও সোনার দামের কোনো পরিবর্তন হয়নি। কাল যে দাম ছিল আজও তাই রয়েছে।

আজ কলকাতায় রুপার দাম

বিশেষজ্ঞরা যেমনটা জানিয়েছিল সেই মত ৮০ হাজার ছুঁয়েছে সোনার দাম। তাই অনেকেই সোনা কিনতে গিয়ে দুবার ভাবছেন। এরপর সোনার বদলে রুপা কিনতে চাইছেন। আপনিও কি রুপা কেনার প্ল্যান করছেন? তাহলে জেনে রাখুন আজ কলকাতায় রুপা ৯৮ হাজার টাকা কেজি হিসাবে বিক্রি হবে। সেই হিসেবে ১০ গ্রাম রুপার জন্য ৯৮০ টাকা ও একশো গ্রাম রুপার জন্য ৯৮০০ টাকা খরচ হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X