PM Mandhan Yojana Pension of Rs 3000 Know how to apply

সরকারি চাকরি ছাড়াই প্রতিমাসে ঢুকবে পেনশনের টাকা! ঝটপট অ্যাপ্লাই করুন পিএম মানধন প্রকল্পে

পার্থ মান্নাঃ দরিদ্র মানুষদের জন্য একাধিক আর্থিক ও সামাজিক প্রকল্পের সূচনা করা হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে। বিশেষ করে কৃষকদের আর্থিক উন্নতির জন্য বহু প্রকল্প রয়েছে। যার মধ্যে অন্যতম একটি হল কেন্দ্রীয় সরকরের প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা। এই প্রকল্পে ৩০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে প্রতিমাসে। কিভাবে আবেদন করবেন? কারা আবেদনের যোগ্য? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা

ভারত মূলত কৃষিপ্রধান দেশ, তাই দেশের একটা বড় অংশের মানুষের জীবিকা কৃষিকাজ। অথচ প্রতিবছর শোনা যায় কৃষকরা চাষ করে নূন্যতম লাভ টুকুও করতে পারেন না অনেক সময়! এমতাবস্থায় সরাসরি কৃষকদের হাতে টাকা পৌঁছে দেওয়ার জন্য এই মানধন যোজনা চালু করা হয়েছে।

এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারীকে ৫৫ থাকা থেকে ২০০ টাকা পর্যন্ত মাসিক বিনিয়োগ করতে হবে। যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। আর আবেদনকারীর বয়স ৬০ বছর হলে প্রতিমাসে ৩০০০ টাকা করে পেনশন পেতে থাকবে।

কারা এই যোজনায় আবেদন করতে পারবে?

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক ও একজন কৃষক হতে হবে।
  • যে সমস্ত কৃষকেরা আবেদন করবেন তাদের বয়স ২০ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারী কৃষকের মাসিক আয় ১৫,০০০ টাকার নিচে হতে হবে।
  • যদি EPFO, NPS বা ESIC এর মধ্যে কোনো একটি সক্রিয় থাকে তাহলে আবেদন করা যাবে না।

কিভাবে আবেদন করা যাবে?

এই প্রকল্পের জন্য অনলাইন ও অফলাইন দুইভাবেই আবেদন করা যেতে পারে। আজ দুটি পদ্ধতি সম্পর্কেই জানাবো আপনাদের।

অনলাইনে মানধন যোজনার জন্য আবেদন কিভাবে করবেন?

  • প্রথমেই আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে (নিচে লিঙ্ক দেওয়া আছে) তারপর সেখান থেকে “Self Enrolment” অপশনে ক্লিক করতে হবে।
  • এবার নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রার করার পর লগ ইন করে নিতে হবে।
  • লগ ইন করার পর আবেদনের ফর্ম খুলে যাবে। সেটিকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। একইসাথে কোনো ডকুমেন্টস আপলোড করার থাকলে সেটাও করতে হবে।
  • সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে নেওয়া হয়ে গেলে সবটা শুরু থেকে একবার চেক করে সাবমিট করে দিলেই আবেদন করা হয়ে যাবে।

অফলাইনে কিভাবে মানধন যোজনাতে আবেদন করবেন?

  • এক্ষেত্রে আপনাকে নিকটবর্তী জনসেবা কেন্দ্র বা CSC কেন্দ্র চলে যেতে হবে। সেখান থেকে ফর্ম তুলুন।
  • এরপর ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ফর্ম জমা দিন ও নিজের রেজিস্ট্রেশন নাম্বার চেয়ে নিন।
  • এবার অপেক্ষা করতে হবে। আপনার সমস্ত তথ্য ঠিক থাকলে অ্যাকাউন্ট থেকে e-Mandate এর মাধ্যমে মানধান যোজনার টাকা কাটা চালু হয়ে যাবে।

আরও পড়ুনঃ মাসে ৩৬০০ দিয়েই মিলবে ২৭ লক্ষ, কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করবে LIC-র এই পলিসি

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আধার কার্ড, ভোটার কার্ড
  • রেশন কার্ড বা স্থায়ী বাসস্থানের প্রমাণ পত্র
  • চালু মোবাইল নাম্বার
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টার পাশবই
  • কালার পাসপোর্ট সাইজ ছবি
Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X