পার্থ মান্নাঃ ছাত্ররাই দেশের আগামীদিনের ভবিষ্যৎ এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই ছোট থেকেই শিক্ষার অগ্রগতিতে যাতে কোনো বাঁধা না আসে তার জন্য একাধিক প্রকল্প ও স্কলারশিপ আনা হয়েছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে এবার মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য যাতে অর্থ কোনো সমস্যা না হয় সেই নিয়ে বড় ঘোষণা এল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
উচ্চশিক্ষার ক্ষেত্রে বিরাট ঘোষণা মোদী সরকারের
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এখানেই ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার চিন্তা দূর করতে বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে খুব সহজেই পাওয়া যাবে শিক্ষা ঋণ বা এডুকেশন লোন। কিভাবে? জানতে হলে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।
প্রধানমন্ত্রী বিদ্যালক্ষী প্রকল্প
আজ অর্থাৎ বুধবার কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠক শেষে তথ্যমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে সমস্ত ছাত্রছাত্রীরা বিদ্যালক্ষী প্রকল্পের মাধ্যমে শিক্ষা ঋণ নিতে চাইবে তাদের কোনো গ্যারেন্টার লাগবে না। এতদিন এডুকেশন লোন নিতে হলে তার পরিবর্তে গ্যারান্টার লাগত। কিন্তু এবার আর সেটার প্রয়োজন হবে না সরকারি প্রকল্পের মাধ্যমে লোন পেতে হলে।
জানা যাচ্ছে, মোট ৭০টি আলাদা আর্থিক সহায়তা মূলক কর্মসূচিকে একত্রিত করা হবে পিএম বিদ্যালক্ষী প্রকল্পে। যেখানে সরকারি ব্যাঙ্ক থেকেই শিক্ষার্থীরা সহজে লোন পেয়ে যাবে উচ্চশিক্ষার জন্য। সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত এডুকেশন লোন পাওয়া যাবে। যার জন্য সুদের হার হবে একেবারেই কম। মাত্র ৩% হারে লোন পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।
কিভাবে পাওয়া যাবে বিদ্যালক্ষী প্রকল্পে শিক্ষা ঋণ?
এই শিক্ষা ঋণের ক্ষেত্রে শিক্ষার্থীর মেধাকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তাই যদি গরিব পরিবারের ছেলে মেয়েরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে তাহলে খুব সহজেই লোন পাওয়া যাবে। তবে বলে রাখা ভালো এই প্রকল্প আজ প্রথম চালু হয়নি। এর আগেও এই প্রকল্পের আওতায় ঋণ পাওয়া যেত। তবে আগে যে সমস্ত পরিবারের বার্ষিক আয় সাড়ে ৪ লক্ষ টাকা শুধুমাত্র তাদেরকেই লোন দেওয়া হত। তবে এবার থেকে বার্ষিক ৮ লক্ষ টাকা আয় হলেও লোনের জন্য আবেদন করা যাবে।