PM Modi Central government allocates RS 675 crore for flood relief but nothing for West Bengal

গুজরাট পেল ৬০০ কোটি, এক টাকাও পেল না বাংলা! কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা

পার্থ মান্নাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী‘র (PM Narendra Modi) নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যকে বন্যার কারণে আর্থিক সাহায্য প্রদান করেছে। তবে, এই তালিকায় এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের নাম নেই। চলতি বছর একাধিক রাজ্য বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হলেও, বাংলাকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁর দাবি, বাংলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি থাকলেও কেন্দ্রীয় সাহায্য এখনও পর্যন্ত আসেনি।

বাংলার বর্তমান বন্যা পরিস্থিতি

বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি এবং ডিভিসি-র জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি এবং নিম্নচাপের প্রভাবে বৃষ্টির কারণে একাধিক জেলা বন্যার কবলে পড়েছে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনা জেলায় বন্যার অবস্থা সবচেয়ে ভয়াবহ। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং এখনও জলমগ্ন রয়েছে বেশ কয়েকটি গ্রাম।

জেলাক্ষতিগ্রস্ত এলাকাক্ষতিগ্রস্ত মানুষক্ষয়ক্ষতি
পূর্ব মেদিনীপুর২৫০+ গ্রাম৫০,০০০+ফসল এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত
হাওড়া১৫০+ গ্রাম৩০,০০০+ফসল ও গবাদি পশুর মৃত্যু
দুই ২৪ পরগনা২০০+ গ্রাম৪০,০০০+যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে

কেন্দ্রীয় সাহায্যের বিতর্ক

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গুজরাট, মণিপুর ও ত্রিপুরা‘কে বন্যার কারণে আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। গুজরাট পেয়েছে ৬০০ কোটি টাকা, মণিপুর ৫০ কোটি টাকা এবং ত্রিপুরা ২৫ কোটি টাকা। তবে, পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত কোনও অর্থ বরাদ্দ পায়নি। বিরোধী দলগুলি অভিযোগ করেছে যে, কেন্দ্রের “ডবল ইঞ্জিন সরকার” যুক্ত রাজ্যগুলি যেমন বিজেপি শাসিত রাজ্যগুলো এই আর্থিক সাহায্য পেয়েছে। এদিকে বাংলাকে বঞ্চিত করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়‘র বক্তব্য অনুযায়ী, বাংলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি থাকা সত্ত্বেও কেন্দ্র কোনও সাহায্য করেনি। তিনি দাবি করেছেন, “কেন্দ্র বাংলার অবস্থা সম্পর্কে খোঁজও নেয়নি।” তবে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গ এবং বিহারের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শীঘ্রই একটি কেন্দ্রীয় দল পাঠানো হবে। সেই দল চাক্ষুষ ক্ষয়ক্ষতির পর্যালোচনা করবে ও কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করবে। সেই ভিত্তিতেই আর্থিক বরাদ্দ ঘোষণা করা হবে।

কেন বাংলাকে সাহায্য দেওয়া হয়নি?

বর্তমানে, কেন্দ্রীয় সরকার এসডিআরএফ এবং এনডিআরএফ-এর মাধ্যমে মোট ৯০৪৪ কোটি টাকা ২১টি রাজ্যকে এবং ১৩৮৫ কোটি টাকা ১১টি রাজ্যকে বরাদ্দ করেছে। তবে, বাংলায় এখনও কোনও আর্থিক সাহায্য আসেনি। তবে কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, বাংলার জন্য শীঘ্রই কোনও পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু ঠিক কবে তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি।

আবহাওয়ার পূর্বাভাস

আগামী কয়েকদিনেও রাজ্যের দক্ষিণবঙ্গ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই অবস্থায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। নীচু এলাকা এবং নদী সংলগ্ন অঞ্চলগুলোতে বন্যার সম্ভাবনা বাড়ছে। রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তবে, বাংলার সাধারণ মানুষ এখন তাকিয়ে আছেন, কবে কেন্দ্রের সাহায্য আসবে এবং কবে তাঁদের দুর্দশা লাঘব হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X