Papiya Paul

বছরের শুরুতেই দুঃসংবাদ! জানুয়ারিতে মিলবে না রেশন, জানালো রাজ্য সরকার

নতুন বছরের শুরুতেই রেশন ভোক্তাদের জন্য খারাপ খবর! জানা গিয়েছে, এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা”র (PMGKAY) বরাদ্দ রেশন থেকে বঞ্চিত থাকবেন উপভোক্তারা। যদিও এটাও বলে হয়েছে যে জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারিতে এই রেশন ফের উপলদ্ধ হবে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর টুইটের মাধ্যমে এই খবর জানিয়েছে।

   

এই টুইটে বলা হয়েছে, ‘ভারতের খাদ্য নিগম সময়মতো এ.এ.ওয়াই/পি.এইচ.এইচ/এসপি.এইচ.এইচ(AAY/PHH/SPHH) উপভোক্তাদের জন্য বরাদ্দ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY)-এর চাল ও গম সরবরাহ করতে পারেনি জানুয়ারি মাসে তাই এইবার খাদ্য সামগ্রী বণ্টন করা সম্ভব হল না। তবে, জানুয়ারি মাসের এই যোজনার জন্য বরাদ্দ রেশন ফেব্রুয়ারিতে ও ফেব্রুয়ারি ও মার্চের রেশন যথাক্রমে মার্চ ও এপ্রিল মাসে দেওয়া হবে।’

এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি রেশন দেওয়া হয়। এটি পিএম রেশন ভর্তুকি স্কিম নামেও পরিচিত। চতুর্থ পর্যায়ে সরকার ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দ করেছিল। কিন্তু পরে তা বাড়িয়ে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত করা হয়। এই যোজনার মধ্যেমে বিনামূল্যে রেশন পান দেশের প্রায় ৮০ কোটি মানুষ।

মূলত, ২০২০ সালে করোনা মহামারীর সময় লকডাউনের কথা মাথায় রেখেই এই যোজনা শুরু করে সরকার। যাতে ফুটপাথের বাসিন্দা, হকার, রিকশাচালক, পরিযায়ী শ্রমিকরা দুমুঠো খেতে পারেন। এই যোজনায় প্রথমে ১.৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলেও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে, এই প্রকল্পে আরও ৫৪,৩৪৪ কোটি টাকা বরাদ্দ হবে। মোট খরচ হবে প্রায় ২.৬ লক্ষ কোটি টাকা। এই মাসে রেশন না পেলে সাময়িকভাবে সমস্যায় পড়বেন দেশের গরীব মানুষেরা।