Koushik Dutta

প্রধানমন্ত্রী সড়ক যোজনায় জম্মু-কাশ্মীরে তৈরি হয়েছে প্রায় ২ হাজার রাস্তা, ৮৪টা নতুন ব্রিজ! লাদাখেও এগিয়েছে কাজ

প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় উপত্যকা অঞ্চলে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ১৮৫৮টি রাস্তা। ব্রিজ তৈরি হয়েছে ৮৪টি। মোট ১১ হাজার ৫১৭ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে বলে জানা গিয়েছে। ২০২০ জুলাই পর্যন্ত শুধু লাদাখেই তৈরি হয়েছে আরও ৯৬ টি রাস্তা এবং দু’টি ব্রিজ। জম্মু-কাশ্মীরে ২৪৩ সেতু প্রস্তাবনায় রয়েছে বলে খবর। মোট রাস্তা হবে ৩ হাজারটিও বেশি।