Arijit

ভালো খেলেও একটু ভুলে হারলো মুম্বাই! ধোনি ও পোলার্ডের নেতৃত্বের পার্থক্যটা বোঝালেন পিটারসেন

রবিবার আইপিএলের দ্বিতীয় লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে ভালো পারফরম্যান্স করার সত্ত্বেও মূলত ধোনির বুদ্ধির কাছে হারতে হল মুম্বাই ইন্ডিয়ান্সকে। এবার এই বিষয়ে ব্যাখ্যা করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন।

   

পিটারসেনের মতে, মুম্বাই ভালো পারফরম্যান্স করেও ধোনির বুদ্ধির কাছে হেরে গেল। এই ম্যাচে দেখা গেল সেই পুরনো ধোনিকে। দীর্ঘদিন হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি, তার পরেও তিনি যেভাবে ম্যাচ পরিচালনা করছেন সেটা দেখে অবাক হয়েছেন পিটারসন।

পিটারসেনের বলেন, চাপের মুখে ধোনি যখন একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ম্যাচের আর রং পাল্টে দিচ্ছিলেন, সেই সময় মুম্বাই অধিনায়ক কায়রন পোলার্ড একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে ম্যাচ হাতছাড়া করেছে। পরপর উইকেট হারিয়ে চেন্নাই যখন চাপে পড়ে গিয়েছিল সেই সময় পোলার্ডের উচিৎ ছিল দলের মুখ্য বোলার বুমরাহ দিয়ে আরও বেশি করে বল করিয়ে চেন্নাইকে চাপে ফেলা কিন্তু সেটা ধরতেই পারেনি পোলার্ড। অপরদিকে শার্দুল, দীপক চাহার, জাদেজাকে খুব সুন্দর ভাবে ব্যবহার করেছেন ধোনি। এখানেই দুই অধিনায়কের পার্থক্যটা স্পষ্ট ফুঁটে ওঠে।