Ponchomi Serial

Moumita

জলের তলায় কিভাবে শুটিং হয় ‘পঞ্চমী’র? প্রকাশ্যে বিহাইন্ড দ্য সিন মোমেন্ট

চলতি সময়ে বাংলা সিরিয়ালগুলির (Bengali Serial) মধ্যে চর্চায় রয়েছে স্টার জলসার পঞ্চমী (Ponchomi)। প্রথম দিন থেকেই দূর্দান্ত টিআরপি (TRP) আনছে সিরিয়ালটি। হিন্দি নাগিন সিরিয়ালের পাশাপাশি বাংলার নাগিনকেও দারুন ভালোবাসা দিয়েছে মানুষ। তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে ‘পঞ্চমী’র ভিএফএক্স (VFX)।

   

আসলে বাংলা সিরিয়াল জগতে এই ধরনের ভিএফএক্স খুব একটা চোখে পড়েনা। বিশেষ করে এই সিরিয়ালে মাঝে মাঝেই সাপলোকের নানা দৃশ্য দেখানো হয়। কারণ পঞ্চমী যেহেতু সাপ, তাই তাকে মাঝে মাঝেই জলের তলায় যেতে হয়। মাঝেমাঝেই সাঁতরে নাগলোকে পৌঁছে যান পঞ্চমী।

আর এইসব দৃশ্যগুলোই মানুষের বেজায় মনে ধরেছে। বাংলা সিরিয়ালে সাধারণত এই ধরণের দৃশ্য খুব একটা দেখা যায়না। তাছাড়া জলের তলার দৃশ্যগুলো দেখে বোঝাই যায়না যে, গোটা বিষয়টা গ্রাফিক্সের কাজ। কীভাবে জলের তলার এই দৃশ্যগুলোর শুটিং হয় জানেন?

কিছুদিন আগেই স্টার জলসার অফিশিয়াল পেজ থেকে ‘নাগলোকে পঞ্চমী’র কয়েকটি ছবি শেয়ার করা হয়েছিল। যেখানে সুস্মিতা অর্থাৎ পঞ্চমী জলের তলায় সাঁতার কাটছিল। যেখানে তার অর্ধেকটা সাপ এবং অর্ধেকটা মানুষ। অপর একটি ভিডিওতে দেখানো হয়েছে, শাড়ি পরে নীল রঙের উঁচু একটি প্লাটফর্মে বাতাসে সাঁতার কাটার ভঙ্গি করছেন সুস্মিতা।

এদিকে বাকিরা সেই প্লাটফর্মটি সামনে পেছনে নিয়ে গিয়ে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হচ্ছে। একদিকে সুস্মিতা ফাঁকা জায়গায় সাঁতার কাটার অভিনয় করছেন, ওদিকে পর্দায় দেখাচ্ছে সত্যি কারের জল। আর এসব করতে গিয়ে নিজেই হেসে গড়িয়ে পড়ছেন সুস্মিতা। এই দৃশ্য দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়াতেও।

https://www.instagram.com/reel/CpWiIwhAO2z/?utm_source=ig_web_copy_link 

সোশ্যাল মিডিয়ায় একজন ইউজার লিখেছেন, “যদি ধরেই নিই সাপের গল্প দেখালে টিআরপি বাড়ে তবে সেই গল্পের দম থাকতে হয়। গাঁজাখুরি গল্প দেখালে সেই ধারাবাহিক কখনও উপরে উঠতে পারবে না।” অপর একজন কটাক্ষ করে লিখছেন, ‘নিম্নমানের ভিএফএক্স এবং একসঙ্গে তিন জনের বিয়ে এসব দেখিয়ে ভাল টিআরপি আসবে না।’