India Post

Moumita

দুর্দান্ত অফার আপনার জন্য, মাত্র ১০০ টাকা বিনিয়োগ করেই পেতে পারেন লাখ লাখ টাকা!

বিনিয়োগের (Investment) কথা বললে সবার আগে যে নামটা মনে আসে তা হল পোস্ট অফিস (India Post)। বাকিদের চেয়ে পোস্ট অফিস অনেকটা নিরাপদ হওয়ায় মানুষ নিশ্চিন্ত মনে শেয়ার বাজার অথবা মিউচুয়াল ফান্ডের সমান রিটার্ন পাওয়া যায়না বটে তবে, নিরাপদ হওয়ায় মানুষ পোস্ট অফিসকেই বেছে নিয়েছেন।

   

এমতাবস্থায় স্কিমের কথা বলবো সেখানে খুবই সামান্য টাকা বিনিয়োগ করে উচ্চ রিটার্ন পেতে পারেন। পাশাপাশি এখানে আপনি আপনার সুবিধা মত বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ ঠিক কত টাকা বিনিয়োগ করতে হবে তার কোনো বাঁধা ধরা নিয়ম নেই‌। ফলে যথেষ্ট সুবিধাজনক এবং লাভজনক এই স্কিম।

প্রথমেই বলে রাখি, প্রতি মাসে ১০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আপনি।আবার Post Office Scheme এ বিনিয়োগের ক্ষেত্রে কোনো উর্ধ্বসীমা নেই। যতটুকু সামর্থ্য ততটুকুই বিনিয়োগ করতে পারবেন এই প্রকল্পে। এবং জমা টাকার উপর ৫.৮% হারে সুদ দেওয়া হবে।

এটি হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম (Post Office Recurring Deposit Scheme)। আপনি নূন্যতম ১০০ টাকা জমা করতে পারবেন এখানে। প্রতি ৩ মাস পর জমা টাকার উপরে সুদ পাবেন। ৩ মাস পর চক্রবৃদ্ধি হারে সেই সুদ নির্দিষ্ট একাউন্টে জমা হয়ে যায়।

India Post

কীভাবে খুলবেন : পোস্ট অফিসের যেকোনো শাখায় RD Post Office Scheme- এর একাউন্ট খুলতে পারেন। এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। পাশাপাশি তিনজন মিলেও অ্যাকাউন্ট খুলতে পারেন। আমানতকারী যদি নাবালক হয় সেক্ষেত্রে তার অভিভাবক গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে নাবালকের বয়স ১০ বছরের বেশি হলে তার নিজের নামেই অ্যাকাউন্ট খোলা যাবে‌।

কত টাকা জমা হবে : যদি মাসিক ১০০০ টাকা করে ১০ বছর ধরে জমা করেন তাহলে মেয়াদ পূর্তির পরে দেড় লক্ষ টাকার বেশি তিনি পেয়ে যাবেন। একইরকমভাবে কেউ যদি প্রতিমাসে ১০ হাজার করে জমা করেন তাহলে ১০ বছর পর প্রায় ১৬ লাখ টাকারও বেশি পেয়ে যাবেন‌।