Koushik Dutta

করোনা-কালে আশার আলো দেখাচ্ছে ভারত, ফেলে দেওয়া PPE কিট থেকে তৈরি হবে ইন্ধন!

করোনা আবহে ফের আশার আলো দেখাচ্ছে ভারত। ফেলে দেওয়া পিপিই কিট-কেও যে ভালো কোনও কাজে লাগানো যেতে পারে তা দেখাচ্ছেন এ দেশের বিজ্ঞানীরা। ব্যবহৃত এই বিশেষ পোশাক থেকে মারণ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। তাই সে গুলো ফেলে না দিয়ে, ইন্ধন বা বায়োফুয়েল বানাতে উদ্যোগী বিজ্ঞানীরা। উচ্চ তাপমাত্রার রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করে এই কিট থেকে ফুয়েল তৈরি করা যাবে বলে মনে করা হচ্ছে।