Papiya Paul

তৃণমূলের সঙ্গে সম্পর্ক ভাঙছে পিকের? নীতীশ কুমারের সঙ্গে প্রশান্তের সাক্ষাৎ নিয়ে শুরু জল্পনা

প্রশান্ত কিশোর, বাংলা রাজ্য রাজনীতির একজন জনপ্রিয় মুখ। বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক এই মুহূর্তে খুব একটা ভালো নেই। তৃণমূলের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে। আর এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে নৈশভোজের দেখা গিয়েছে প্রশান্ত কিশোরকে। শুক্রবার রাতে জেডিইউ সুপ্রিমোর সঙ্গে দেখা করেছেন তিনি। আর তাদের এই সাক্ষাতের খবর সামনে আসার পরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

   

এই নীতিশ কুমারের হাত ধরে রাজনীতিতে পা রেখেছিল প্রশান্ত। যদিও পরবর্তীকালে তাদের দুজনের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সম্পর্কে চিড় ধরেনি একটুকুও। যদিও এর আগে কোন নেতা-নেত্রীর সঙ্গে সাক্ষাৎকারের সময় বিশেষ গোপনীয়তা বজায় রাখেন আইপ্যাক কর্তা প্রশান্ত কিশোর। কিন্তু এই সাক্ষাৎকারে ছিল না কোনো গোপনীয়তা। তাদের ছবি দুজনের সম্মতিতে সামনে এসেছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন তার সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক বহুদিনের। এই সাক্ষাৎ এর পেছনে কোন কারণ নেই। এটা একমাত্র সৌজন্য সাক্ষাৎ। কয়েকদিন আগে ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন তিনি। আর সেই সময়ে প্রশান্তকে ফোন করে তার সঙ্গে দেখা করতে চান। যদিও এই বৈঠককে সাধারণ সৌজন্য সাক্ষাৎ হিসাবে মানতে নারাজ বিশ্লেষকরা। তাদের মোএ হচ্ছে, ২০২৪ এর লোকসভা নির্বাচনে দেশের বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে চাইছেন পিকে।