বিনোদন,টলিউড,টলিউড গসিপ,বাংলা ছবি,আয় খুকু আয়,প্রসেনজিৎ চ্যাটার্জি,দিতিপ্রিয়া রায়,ভাইরাল ভিডিও,Entertainment,Tollywood,Tollywood Gossip,Bengali Cinema,Aai Khuku Aai,Prasenjit Chatterjee,Ditipriya Roy,Viral Video

অনস্ক্রিন মেয়ের আবদার রাখলেন প্রসেনজিৎ, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলেন টলিউডের ইন্ডাস্ট্রি, রইল ভিডিও

বিনোদন(Entertainment) জগতের মানুষদের সবসময় নিজেদেরকে ফিট রাখতে হয়। আর এই ফিট রাখার জন্য একদিকে যেমন মেনে চলতে হয় করা ডায়েট, ঠিক তেমনি জিমে গিয়ে ঘাম ঝরাতে হয়। তবে মাঝেমধ্যে কিন্তু সেলিব্রিটিরা ডায়েটকে ফাঁকি দিয়ে দিব্যি লোভনীয় খাবার খেয়ে নেন। এবার এই কাণ্ড ঘটিয়েছেন টলিউডের ইন্ডাস্ট্রি তথা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chatterjee)।

তাকে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে দেখা গেল। প্রসেনজিৎকে ডায়েট ভুলে এমন খাবার খেতে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। আসলে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর নতুন ছবি ‘আয় খুকু আয়'(Aai Khuku Aai)। যেখানে বাবার চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ এবং তার মেয়ের চরিত্রে রয়েছেন রানী রাসমণি খ্যাত দিতিপ্রিয়া রায়(Ditipriya Roy)।

আগামী ১৭ জুন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। আর এই ছবির মুক্তির প্রমোশনের কাজে কলকাতার এদিক-সেদিক ঘুরে বেড়ালেন অনস্ক্রিন বাবা-মেয়ে। কলকাতার রাস্তায় ঘোড়ায় চড়া, নন্দন ঘোরা, শপিং সবকিছুই করেছেন তারা। এরপর ফুচকাও খেতে দেখা গিয়েছে নির্মল ওরফে প্রসেনজিৎকে। অনস্ক্রিন বাবা-মেয়ের এই মধুর সম্পর্কের কাহিনী ক্যামেরাবন্দি করে ভাগ করে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আর যেগুলো দেখে আপ্লুত হয়েছে অনুরাগীরা। প্রসঙ্গত, কিছুদিন আগেই এই ছবির ট্রেলার মুক্তির জন্য হাতিবাগান অঞ্চলে হেঁটে ঘুরতে দেখা গিয়েছে প্রসেনজিত ও দিতিপ্রিয়াকে। এমনকি পর্দার মেয়ের বায়নাতে রাস্তার ফুটপাতের দোকান থেকে জিনিসপত্র কিনেছেন তারা। আসলে এখন সেলিব্রিটিরা নিজেদের ছবির প্রমোশনের জন্য নিত্যনতুন টুইস্ট আনছেন। দর্শকদের মনে বিশেষ জায়গা গড়ে তুলতে এগুলো এখন নতুন পন্থা বলেও মনে করছেন নেটিজেনদের একাংশ।

Avatar

Papiya Paul

X