নিউজশর্ট ডেস্কঃ যতদিন এগোচ্ছে বিনোদন জগতে সাহসিকতার মাত্রা ততই বৃদ্ধি পাচ্ছে। এতদিন পর্যন্ত হিন্দি সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে বোল্ড এবং সাহসী দৃশ্য দেখানো হত। এরপর বাংলা সিনেমা, ওয়েব সিরিজে ভরপুর সাহসী দৃশ্য এবং উত্তেজনামূলক দৃশ্য দেখানো হচ্ছে। আর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বাংলা ধারাবাহিকগুলো(Bangla Serial)।
জি বাংলা(Zee Bangla0 হোক কিংবা স্টার জলসা(Star Jalsa) বা কালার্স বাংলা এই মুহূর্তে প্রায় প্রত্যেক ধারাবাহিকেই সাহসী দৃশ্য দেখানো শুরু হয়েছে। কয়েক মাস ধরে শুরু হওয়া নতুন ধারাবাহিকগুলোতে এখন সাহসী দৃশ্য বেশি দেখানো হয়। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’তে বহুবার সূর্য এবং দীপার একসঙ্গে রোমান্টিক দৃশ্য দেখানো হয়। এমনকি এই ধারাবাহিকে সূর্যের স্পাম ব্যবহার করে মিশকার গর্ভবতী হওয়ার ঘটনাও প্রথম কোন বাংলা সিরিয়ালে দেখানো হচ্ছে।
এরপরেই রয়েছে জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা।’ এই সিরিয়ালে কিভাবে দিনের পর দিন স্ত্রীকে রাতের বেলা ধর্ষণ করেন একজন স্বামী সেটাই দেখানো হচ্ছে। বৈবাহিক ধর্ষণের এরকম কাহিনী এর আগে কোন বাংলা সিরিয়ালে দেখানো হয়নি।
এরপরেই রয়েছে স্টার জলসার একদম নতুন সিরিয়াল ‘তোমাদের রানী’, যেখানে সিরিয়ালের নায়ক এবং নায়িকা দুর্জয় এবং রানী বিয়ের আগে একে অপরের ঘনিষ্ট হয়। যদিও এই দৃশ্য দেখে বহু মানুষ আপত্তি তুলেছেন। কিন্তু মনে করা হচ্ছে এই ধারাবাহিকে বর্তমান প্রজন্মের কথা মাথায় রেখেই সিরিয়ালের গল্প তৈরী করা হয়েছে। তাই এই মুহূর্তে সিরিয়ালের প্লট একদম যথাযথ।
তবে যতই বর্তমান প্রজন্মের কথা ভেবে সিরিয়াল বানানো হোক না কেন? এই সিরিয়ালগুলোর সাহসী দৃশ্য নিয়ে এখন দর্শকদের মধ্যে তর্ক-বিতর্ক চলছেই। কেউ কেউ বলেছেন যে সূর্যর ব্যক্তিগত জিনিস নাকি চুরি করে নিচ্ছে তার প্রিয় বান্ধবী? কেউ আবার বলেছেন, শিমুল পরাগের সিরিয়াল মানেই তো ১৮ প্লাস ডায়লগ। অন্যদিকে তোমাদের রানী সিরিয়ালে বিয়ের আগে ঘনিষ্ঠ হওয়াকে কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শকেরা। তাই অনেকেই এই সিরিযালগুলো বয়কটের ডাক দিয়েছেন।