Priyanka Chopra

বিদেশেও বাজিমাত দেশি গার্লের, সেলেনা, কাইলিকে পিছনে ফেলে নতুন রেকর্ড প্রিয়াঙ্কা চোপড়ার

দেশের মাটিতে পা দেওয়ার পর থেকেই একের পর এক চমক দিয়েই চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। তার অসম্ভব বুদ্ধিমত্তা, স্মার্টনেসের ভক্ত সকলেই। তবেই না তিনি শুধু বলিউড নয়, গ্লোবারস্টার। আর এবার তার মুকুটে জুড়ল নতুন এক পালক। সেলেনা (Selena Gomez), আরিয়ানা (Ariana Grande), কাইলিকে (Kylie Jenner) ছাপিয়ে গেলেন তিনি।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। বলিউডে একঘরে হয়ে যাওয়ার পিছনে কী কী কারণ রয়েছে তা নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা। যদিও কটাক্ষ, সমালোচনাকে তিনি মোটেও পাত্তা দিচ্ছেন না। আর এবার সংবাদ শিরোনামে চলে এসেছেন তার বিউটি ব্র্যান্ডের কারণে।

অনেকেই হয়ত জানেন যে, শুধু অভিনয় নয়, অভিনয়ের পাশাপাশি জাতি সংঘের সদস্য, ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সব দায়িত্বই একা হাতে সামলাচ্ছেন অভিনেত্রী। পাশাপাশি সামলাচ্ছেন নিজস্ব ব্র্যান্ডকেও। আর এবার তো তার ব্র্যান্ড টক্কর দিচ্ছে তাবড় তাবড় হলিউড সুন্দরীদের ব্র্যান্ডকেও।

প্রিয়াঙ্কা চোপড়া,বলিউড,হলিউড,অ্যানোমলি,সেলেনা গোমেজ,কাইলি জেনার,আরিয়ানা গ্রান্ডে,বিউটি ব্র্যান্ড,দ্বিতীয় স্থান,Priyanka Chopra,Bollywood,Hollywood,Anomaly,Selena Gomez,Kylie Jenner,Ariana Grande,Beauty Brand,Second Position

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কসমেটিফাই ফ্যাশন ব্র্যান্ড, বার্ষিক আয়ের ভিত্তিতে ধনী সেলিব্রিটিদের বিউটি ব্র্যান্ডগুলির একটি তালিকা তৈরি করেছে। যেখানে দেখা যাচ্ছে কাইলি, সেলেনা এবং আরিয়ানার ব্র্যান্ডকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রিয়াঙ্কার অ্যানোম্যালি (Anomaly)।

প্রিয়াঙ্কা চোপড়া,বলিউড,হলিউড,অ্যানোমলি,সেলেনা গোমেজ,কাইলি জেনার,আরিয়ানা গ্রান্ডে,বিউটি ব্র্যান্ড,দ্বিতীয় স্থান,Priyanka Chopra,Bollywood,Hollywood,Anomaly,Selena Gomez,Kylie Jenner,Ariana Grande,Beauty Brand,Second Position

সেলেব্রিটি বিউটি ব্র্যান্ডের মধ্যে প্রথম স্থানে রয়েছে রিহানার ‘ফেন্টি বিউটি’। এবং তারপরেই জায়গা করে নিয়েছে প্রিয়াঙ্কার ‘অ্যানোম্যালি হেয়ার কেয়ার’, তৃতীয় স্থানে কাইলি জেনারের ‘কাইলি কসমেটিক্স’, চতুর্থ স্থানে আরিয়ানার ‘আরইএম বিউটি’ ও পঞ্চম স্থানে রয়েছে সেলেনার ‘রেয়ার বিউটি’।

প্রিয়াঙ্কা চোপড়া,বলিউড,হলিউড,অ্যানোমলি,সেলেনা গোমেজ,কাইলি জেনার,আরিয়ানা গ্রান্ডে,বিউটি ব্র্যান্ড,দ্বিতীয় স্থান,Priyanka Chopra,Bollywood,Hollywood,Anomaly,Selena Gomez,Kylie Jenner,Ariana Grande,Beauty Brand,Second Position

মিডিয়ার রিপোর্ট, রিহানার বিউটি ব্র্যান্ডের রেভিনিউ ৪৭৭,২৬৬,৭০০ পাউন্ড। তারপরেই ৪২৯,৯৫৮,৬৮৫ পাউন্ড নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন প্রিয়াঙ্কা। এদিকে তৃতীয় স্থানে কাইলি কসমেটিক্সের রেভেনিউ ৩০১,৪৩১,৬০০ পাউন্ড। এত কম সময়ে প্রিয়াঙ্কার এরকম অভূতপূর্ব সাফল্য দেখে গর্ব করছেন সকলেই।

Avatar

Moumita

X