নিউজশর্ট ডেস্কঃ চাকরির পাশাপাশি অতিরিক্ত আয়ের আশায় অনেকেই এখন বিকল্প পথের সন্ধান করছেন। আর এই বিকল্প পথ বলতে সবথেকে কার্যকরী হচ্ছে ছোট ব্যবসা(Small Business)। মনে রাখতে হবে প্রত্যেকটি ব্যবসার ক্ষেত্রেই লাভ এবং লোকসান দুই থাকে। শুধুমাত্র লাভের আশা করে ব্যবসা শুরু করলে আপনি সফল হবেন না তবে এটাও দেখতে হবে কোন ব্যবসায় স্যারের বদলে লাভের পরিমাণ বেশি। এর জন্য খুব বিচার বিবেচনা করে ব্যবসা শুরু করতে হবে। আজকের এই প্রতিবেদনে আপনার জন্য কিছু ছোট ব্যবসার আইডিয়া(Unique Business Idea) দেওয়া হল এই ব্যবসাগুলো খুব কম খরচের মধ্যে আপনি শুরু করে ভাল টাকা উপার্জন করতে পারবেন।
১) ব্রেকফাস্ট জয়েন্ট: মনে রাখবেন যে কোন খাবারের ব্যবসাতে অর্থ বিনিয়োগ করা সব থেকে বেশি লাভজনক। কারণ এই ব্যবসায় মুনাফা খুব বেশি থাকে। ছোট স্কেল ব্যবসা করতে চাইলে ফুড জয়েন্ট কিংবা ব্রেকফাস্ট জয়েন্টর চাহিদা কখনোই ফুরায় না। তবে মনে রাখবেন খাবারের ব্যবসা শুরু করার ক্ষেত্রে স্বাদ ভালো হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিকে খেয়াল রেখে ব্যবসা শুরু করতে হবে।
২) এমব্রয়ডারির দোকান: এ মুহূর্তে নিত্যনতুন পোশাকের ডিজাইন মানুষকে খুব আকর্ষিত করে তোলে, তাই আপনার হাতের কাজ যদি অসাধারণ হয়ে থাকে তাহলে ট্রেলারিং কিংবা এমব্রয়ডারির ব্যবসা শুরু করতে পারেন। এই ধরনের ব্যবসা করে বহুদিন ধরে বহু মানুষ ভালো টাকা উপার্জন করে আসছেন। আপনার হাতের কাজ ভালো হলে, ধীরে ধীরে ব্যবসা বড় হবে।
৩) রান্না শেখানোর ক্লাস: আপনার যদি রান্নাবান্নায় অত্যন্ত দক্ষতা থাকে তাহলে রান্না শেখানোর ক্লাস করেও ভালো টাকা উপার্জন করতে পারেন। এখন শুধুমাত্র অফলাইন নয় অনলাইনেও প্রচুর রান্না শেখানো যায়। আপনার নিজের রান্নার ব্লগ সোশ্যাল মিডিয়া আপলোড করেও প্রচুর টাকা ইনকাম করতে পারেন এই ব্যবসা অত্যন্ত লাভজনক। এখনকার যুগ পাল্টেছে মানুষের চিন্তাধারা বদলেছে তাই বিভিন্ন ধরনের ছোট ব্যবসার সুযোগ রয়েছে। এর মধ্যে থেকে সঠিক বিচার বিবেচনা করে ব্যবসা শুরু করতে পারলে কেল্লাফতে।