Koushik Dutta

বাসে উঠলেই দিতে হবে ১৪ টাকা ভাড়া, সরকারের কাছে দাবি রাখতে চলেছে বাস মালিক সংগঠন

আয়ের তুলনায় খরচ বেশি। তাই বাস চালিয়ে হচ্ছে না লাভ। এই অবস্থায় ভাড়া বাড়ানো ছাড়া অন্য কোনও রাস্তা খোলা নেই বলেই দাবি করছে বাস মালিক সংগঠনগুলি। বাস মালিকদের ৬ টি সংগঠন এই দাবি তুলছে বলে খবর।