Prosenjit Chatterjee

Moumita

বাড়ি না, ঠিক যেন রাজপ্রাসাদ, চলুন প্রসেনজিৎ চ্যাটার্জীর অন্দরমহলে একবার ঘুরে আসি

বাংলা ইন্ডাস্ট্রির (Tollywood) সেরা ১০ শিল্পীর নাম জিজ্ঞেস করলে যে কয়টা নাম প্রথম সারিতে থাকবে তার মধ্যে একটা হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। অভিনেতার ফ্যানবেস সত্যিই দেখার মত। এহেন অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ তো থাকবেই। তাহলে চলুন আজ আপনাদের ঘুরিয়ে আনি বুম্বাদার অন্দরমহল থেকে।

   

কলকাতার বালিগঞ্জে এক বিশাল এলাকা জুড়ে অবস্থিত প্রসেনজিতের বাড়ি। অভিনেতা তার বাড়ির নাম রেখেছেন উৎসব। বাড়ির প্রধান ফটকের থেকে একটু দূরেই বড় রাস্তা। সেখান থেকেই দেখতে পাওয়া যায় প্রসেনজিৎ-র রাজপ্রাসাদ। আর চোখে পড়তে পারে বাড়ির সামনের সুবিশাল বাগান।

‘উৎসব’র প্রধান আকর্ষণ হল এই বাগান। এখানে রয়েছে অসংখ্য ফুলের গাছ। তার সাথে কিছু বড় গাছ এবং একটি বড় লন। এরপর বাড়ির একতলায় রয়েছে অতিথিদের বসার জায়গা। তার সাথে বুম্বাদার অফিস রুমটাও এই একতলাতেই রয়েছে। এখানে বসেই যাবতীয় কাজ সারেন তিনি।

টলিউড,বিনোদন,গসিপ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,উৎসব,বাড়ি,Tollywood,Entertainment,Gossip,Prosenjit Chatterjee,Utsav,House

এরপর বাড়ি ঢুকলেই দেখতে পাবেন, গোটা একতলা জুড়ে সাজানো রয়েছে বিভিন্ন অ্যাওয়ার্ড। বিভিন্ন অনুষ্ঠানে যা যা অ্যাওয়ার্ড পেয়েছেন তা সবই সাজিয়ে রেখেছেন তিনি। পাশাপাশি তিনি যে যে ছবিতে কাজ করেছেন তার মধ্যে থেকে বেশ কিছু ছবির পোস্টার বাঁধিয়ে টাঙ্গানো রয়েছে দেওয়ালে।

টলিউড,বিনোদন,গসিপ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,উৎসব,বাড়ি,Tollywood,Entertainment,Gossip,Prosenjit Chatterjee,Utsav,House

এই অফিস রুমের ঠিক পাশের রুমেই রয়েছে প্রসেনজিৎ-র স্টাডি রুম। এই ঘরের দেওয়ালের সঙ্গে অ্যাটাচড আলমারিতে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন বই। প্রসেনজিৎ-র বাড়ির বসার ঘরে রয়েছে বড় জানলা। এখান থেকে তাকালেই দেখা যায় সবুজ বাগান। সারাদিনের ক্লান্তির পর এখানেই বসেন অভিনেতা।

টলিউড,বিনোদন,গসিপ,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,উৎসব,বাড়ি,Tollywood,Entertainment,Gossip,Prosenjit Chatterjee,Utsav,House

এভাবেই তিলোত্তমা নগরীর বুকে নিজের জন্য এক টুকরো স্বর্গ তৈরি করে নিয়েছেন প্রসেনজিৎ। এই বাড়িতেই স্ত্রী অর্পিতা চ্যাটার্জী, ছেলে তৃষাণজিৎ নিয়ে সুখী গৃহকোণ সাজিয়েছেন তিনি। সাথে রয়েছে তার বেশকিছু পোষ্য। সবে মিলিয়ে ‘উৎসব’এ ভালোই দিন কাটে অভিনেতার।