অভিনয়টা তার রক্তে। বাবা বিশ্বজিৎ ছিলেন টলিউডের বড় নাম। সেই পথেই হেঁটেছেন তিনিও। দীর্ঘ ৪০ বছর ধরে তৈরী করেছেন তার নিজস্ব সাম্রাজ্য। আজও টলিউডে তার রাজপাট অক্ষুন্ন। আর এখন তার ছেলের পালা। ছেলে তৃষাণজিৎ-ও কি তাহলে পা রাখবেন টলিউডে? বিগত কয়েকমাস ধরে এমন গুঞ্জনই দানা বাঁধছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে।
সপ্তাহ দুয়েক আগেই ছেলে মিশুকের (Trishanjit Chatterjee) কলেজের নাটকের কথা জানিয়েছিলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে নিয়েছিলেন সেই নাটকের পোস্টার। অনুরাগীরাও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছিল পোস্টের কমেন্ট বক্স। আর এবার মহানায়ক জানালেন তার ছেলের টলিউড (Tollywood) ডেবিউয়ের (Debut) কথা।
প্রসঙ্গত, চলতি বছরেই সবে ১৮-তে পা দিয়েছেন মিশুক। এত তাড়াতাড়ি তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখবেননা। প্রসেনজিৎ-র কথায়, ছেলের রূপোলি পর্দায় সফর শুরু নিয়ে এখনই কিছু ভাবছেন না। আর দু তিনটে বছর পর সেই ভাবনাচিন্তা করবেন। অভিনেতার কথায়, , ‘ওর মধ্যে একটা আভাস তো পাচ্ছি।’
এরপরেই প্রসেনজিৎ বলেন, ‘ছেলেকে পরিষ্কার বলে রেখেছি তোমাকে সবরকম সাপোর্ট দেব। এ দেশের সিনেমা জগতের যে কোনও লোক আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তার পুরো সুবিধা আমার ছেলের জন্য নেব। তোমাকে সেরা ট্রেনিং দেব কিন্তু একটা কাজ আমি করব না’। সবকিছু করলেও টাকা দিয়ে ছেলেকে লঞ্চ করতে রাজি নন তিনি।
অভিনেতা চান, মিশুক নিজে তার জায়গা তৈরি করুক। মিশুকও হয়ত সেই পথেই হাঁটছেন। এই যেমন সম্প্রতি তার কলেজের ‘লর্ড অফ দ্য ফ্লাইস’ (Lord of the flies)-নামক নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। যদিও এর আগে তার ধ্যান জ্ঞান ছিল ফুটবল। তবে এখন হয়ত সেই ভাবনায় পরিবর্তন এসেছে।
প্রসঙ্গত, মিশুক এখন তামিলনাড়ুর কোদাইকানাল ইন্টারন্যাশন্যাল স্কুলে পড়াশোনা করছেন। সোশ্যাল মিডিয়ায় টুকটাক অ্যাক্টিভ থাকেন তিনি। মাঝেমধ্যেই রিল ভিডিও পোস্ট করে থাকেন তিনি। আর সেইসব রিল দেখে নেটিজনদের বক্তব্য ‘শীঘ্রই তোমায় টলিউডে দেখতে চাই’। সেইদিন দূর নয়, তার প্রমাণ মিলল বুম্বাদার মন্তব্যে।