Prosenjit Chatterjee

Prosenjit Chatterjee: রাজপ্রাসাদ থেকে দামী দামী গাড়ি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কত সম্পত্তির মালিক জানেন?

নিউজশর্ট ডেস্কঃ টলিউডের(Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee)। দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে একের পর এক সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। আর এখন শুধু বাংলা নয়, হিন্দি সিনেমা কিংবা ওয়েব সিরিজ সবেতেই চুটিয়ে কাজ করছেন তিনি।

বাণিজ্যিক ফিল্ম হোক কিংবা আর্ট ফিল্ম তিনি যে দুর্দান্ত অভিনয় পারেন তা বারেবারেই দর্শকরা প্রমাণ পেয়েছেন। পারিবারিক সিনেমা থেকে শুরু করে অটোগ্রাফ, প্রাক্তন, ১৯ এপ্রিল, চোখের বালি, ২২শে শ্রাবণ সহ আরো একাধিক সিনেমায় প্রসেনজিতের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক থেকে সমালোচক মহলে। ইন্ডাস্ট্রিতে তিনি সকলের কাছে প্রিয় বুম্বাদা নামে পরিচিত। তার অনুরাগীর সংখ্যা ও নেহাত কম নয়।

এই অভিনেতার জীবনের নানা কাহিনী জানার জন্য মন আনচান করে অনুরাগীদের। তেমনি অনেকে জানতে চান প্রসেনজিৎ-এর সম্পত্তির পরিমাণ কত? প্রায় চার দশকেরও বেশি সময় ধরে টলিউডের রাজত্ব করা এই অভিনেতা যে প্রচুর সম্পত্তির মালিক তা সকলেই জানেন। গুগলে একটি ওয়েবসাইটে তার সম্পত্তির হিসাব দেখানো হয় প্রায় ৪০১ কোটি টাকা মত। এক্ষেত্রে তার সম্পত্তির পরিমাণ এর থেকে কম বা বেশি হতে পারে।

আরও পড়ুন: Prosenjit Chatterjee: বাবা বড় সেলিব্রিটি, তবুও নেই কোনো সম্পর্ক, পিসির সাথেই ডেটে গেলেন প্রসেনজিৎ কন্যা

কলকাতার বালিগঞ্জে প্রসেনজিৎ-এর একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। যেটির নাম হল উৎসব। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে এই বাড়ির অন্দরমহল এবং বাইরের ছবি অনেকেই দেখেছেন। এই বাড়ি সাজানোর জন্য বিদেশ থেকেও বেশ দামি কিছু জিনিস আনা হয়েছে। এছাড়া প্রসেনজিতের বাড়িতে বেশ কিছু দামি গাড়ি রয়েছে। মুম্বাইতে অভিনেতার একটি ফ্ল্যাট রয়েছে। এই মুহূর্তে বাড়িতে তিনি তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে থাকেন।

প্রসঙ্গত, মাত্র ২১ বছর বয়সে বাংলা সিনেমায় পা রেখেছিলেন অভিনেতা। তার প্রথম ছবি ১৯৮৩ সালের মুক্তি পেয়েছিল। সেই ছবির নাম ছিল ‘দুটি পাতা’। এরপর তার প্রথম সফল ছবি হিসেবে পরিচিত ছিল ‘অমর সঙ্গী’ ১৯৮৭ সালে। এটি ব্লকবাস্টার হিট হয়।

Papiya Paul

X