Papiya Paul

দল ছেড়ে দেবো কিন্তু রাজীবকে ঢুকতে দেবো না হাওড়ায়, বিস্ফোরক মন্তব্য প্রসূনের

শুধুমাত্র তৃণমূল বিজেপির মধ্যে নয়, দুই দলের মধ্যে বেশ কয়েকবার অন্তকলহের কথা আমরা শুনেছি। কিছুদিন আগেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল প্রবেশ নিয়ে সরব হয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুর্নীতিগ্রস্ত নেতাদের কি করে তৃণমূল ফিরিয়ে নিলো, তা নিয়ে তিনি প্রশ্ন করেছিলেন। এবার রাজীবের ঘরে ফেরা নিয়ে মুখ খুললেন হাওড়া তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।

   

রবিবার এক সভা থেকে রাজীবকে উদ্দেশ্য করেই প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচনের আগে যারা দল ছেড়ে বেরিয়ে গিয়েছিল, যারা দুদিন আগেও গালমন্দ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে, আজ তারাই দিদির ছবি পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে তৃণমূলে ঢুকলেও সেই সমস্ত লোককে আমি হাওড়ায় ঢুকতে দেবো না, প্রয়োজনে দল ছেড়ে দেব, মমতা বন্দোপাধ্যায়ের পায়ের কাছে পড়ে থাকবো, কিন্তু বেইমানদের হাওড়াতে ঢুকতে দেবো না”।

প্রসঙ্গত, একুশে নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। নাম লিখিয়েছিলেন বিজেপিতে। নির্বাচনে দাঁড়ালেও ফলাফল ছিল একেবারেই নগণ্য। এরপর সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরো একবার ঘরে ফিরে এসেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

তবে এর আগেও অনেক নেতৃবৃন্দ ঘরে ফিরেছে কিন্তু রাজিবের ঘরে ফেরা কেন জানি না কেউ মেনে নিতে পারছে না। রাজীবকে আক্রমণ করে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেদের মন্তব্য প্রকাশ করেছিলেন। এবার এই বিষয়ে মন্তব্য করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।