Arijit

ভারতের বিরুদ্ধে তোপ, এদিকে IPL-র নকল করে PSL-র জনপ্রিয়তা বাড়াতে চাইছে রামিজ রাজা

সারা বিশ্বজুড়ে আইপিএলের সুনাম এবং জনপ্রিয়তা দেখার পর আইপিএলের নকল করে নিজেদের দেশে পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগ আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে জনপ্রিয়তার নিরিখে আইপিএলের এক অংশও স্পর্শ করতে পারেনি পিএসএল। চূড়ান্ত ফ্লপ হয়েছে এই টুর্নামেন্টটি। আর তাই এবার আইপিএলের পুরোপুরিভাবে নকল করে পিএসএল এর জনপ্রিয়তা বাড়াতে উদ্যোগী হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নয়া চেয়ারম্যান রামিজ রাজা।

   

সারা বিশ্বে যে ভাবে আইপিএল এর জনপ্রিয়তা বেড়েছে এতে টুর্নামেন্টের পাশাপাশি আইপিএলের নিলাম নিয়েও উত্তেজনা থাকে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। আর সেই কারণে আইপিএলকে সরাসরি কপি পেষ্ট করতে চলেছে পিএসএল। আইপিএলের ধাঁচে নিলাম করার পরিকল্পনা করছে পিএসএল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে পিএসএল ফ্রাঞ্চাইজি গুলি খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করুক এবং টাকার অঙ্কটাও বাড়াক। তবে এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই টুর্নামেন্টের অর্থনৈতিক পরিকাঠামো। বেশিরভাগ ফ্রাঞ্চাইজি ভবিষ্যতে বিনিয়োগ করতে রাজি নয়, আর তাই রামিজ রাজার এই প্রস্তাবটিও যে মুখ থুবড়ে পড়তে চলেছে তা বলাই বাহুল্য।