Papiya Paul

মাত্র ৪৬ বছরে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা পুনীতের, স্তব্ধ অভিনয় জগত

কানাড়া অভিনেতা পুনিথ রাজকুমার হূদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেঙ্গালুরুর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এর আগেও চিরঞ্জীবী সারজার আচমকা মৃত্যুতে হতবাক হয়ে গেছিল সাধারণ মানুষ। অভিনেত্রী যখন সন্তান সম্ভবা ছিলেন, তখন এই পরিণতি ঘটে যার ফলে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে অভিনেতার পরিবারের মানসিক শক্তি।

   

 

এদিন জনপ্রিয় তারকা পুনীত রাজকুমার আচমকা বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রিয় তারকার অসুস্থতার খবর জানতে পেরে হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। অভিনেতার আরোগ্য কামনায় শুরু হয়ে যায় প্রার্থনা।হাসপাতালে অভিনেতার সঙ্গে দেখা করতে আসেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই।

কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত প্রার্থনা মিথ্যা হয়ে যায়। যাবতীয় লড়াইকে মিথ্যে করে দিয়ে সদাহাস্য এই জনপ্রিয় তারকা মাত্র ৪৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, অভিনেতাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করলেও অবশেষে শেষ রক্ষা করা যায়নি।

উল্লেখ্য, তেলেগু সিনেমাতে অভিনয় করলেও তামিল সিনেমাতে তাঁকে কখনো অভিনয় করতে দেখা যায়নি। বলিউডে প্রবেশ করার কথা তিনি কোনদিন চিন্তা করেননি। ২০০২ সালে কানাডা ছবি “আপু”তে প্রথম দেখা যায় তাকে। শুধুমাত্র অভিনেতা নয়, তিনি ছিলেন সঞ্চালকও। বিখ্যাত কানাডা স্টার রাজকুমারের ছেলে ছিলেন তিনি। বংশপরম্পরায় সিনেমা জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। অভিনেতার এই অকাল প্রয়াণ ফিল্ম ইন্ডাস্ট্রির সকল মানুষের কাছে ভীষণ ভাবে দুর্ভাগ্যজনক বলেই মনে করা হচ্ছে।