নিউজ শর্ট ডেস্ক: এবার ঘরে বসে লোন (Loan From Home) পাওয়ার দুর্দান্ত সুযোগ দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। অনলাইনে (Online) আবেদন করেই এই পাওয়া যাচ্ছে এই লোন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে এমনই একটি ধামাকা অফার।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অনলাইন ওয়েবসাইটে এই লোনের জন্য আবেদন করলে আবেদনের ১০ থেকে ১৫ দিনের মধ্যেই তাদের অ্যাকাউন্টে লোনের টাকা জমা হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হল এইভাবে লোনের জন্য আবেদন করার জন্য কাউকে ব্যাঙ্কেও যেতে হবে না। কোনও কাগজপত্রও জমা দিতে হবে না।
লোনের জন্য অনলাইনে আবেদন করলে ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দেয় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এক্ষেত্রে ব্যাঙ্কে যাওয়ার-ও দরকার পর্বে না। শুধু তাই নয় ১৫ দিনের মধ্যে ব্যাঙ্ক গ্রাহকের অ্যাকাউন্টে-ও জমা করা হবে লোনের টাকা । এক্ষেত্রে সুদের হারও খুব কম।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই লোন অফারটি পেতে চাইলে প্রথমেই যেতে হবে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর সেখান থেকেই এই লোনের জন্য আবেদন করতে হবে। তবে ঘরে বসে এই লোন পেতে চাইলে আবেদনের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে।
আরও পড়ুন: দেশজুড়ে আসছে আরও একঝাঁক নতুন ব্যাঙ্ক, চমকে দেবে RBI-র এই পরিকল্পনা
বাড়ি বসে অনলাইনে লোনের জন্য আবেদন করার সময় গ্রাহকদের আধার কার্ড, প্যান কার্ডসহ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ৬ মাসের ট্রান্সাকশনের ডিটেইলস জমা দিতে হবে। তাছাড়াও আবেদনকারীর ২টি রিসেন্ট পাসপোর্ট ছবি এবং নিজেদের বসবাসের শংসাপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
এইভাবে অনলাইনে আবেদন করার ১৫ দিনের মধ্যে ব্যাংকের তরফে লোনটি অ্যাপ্রুভ করা হয় এবং লোনের টাকা গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়ে যায় ।