Arijit

পরপর দু’টি অলিম্পিকে পদক জয়, ইতিহাস সৃষ্টি করলেন পিভি সিন্ধু

এবার অলিম্পিকে সোনা জয়ের আশা নিয়েই নেমেছিলেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু। শুরু থেকে সিন্ধু যেভাবে পারফরম্যান্স করে চলেছিলেন তাতে সিন্ধুকে নিয়ে ভারতবাসী স্বপ্ন দেখতে শুরু করেছিল। তবে সেমিফাইনালে হঠাৎই দুর্ভাগ্যবশত হার সিন্ধুর। চিনা প্রতিপক্ষের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ হয়ে যায় সিন্ধুর। তবে সোনা জেতার স্বপ্ন শেষ হলেও ব্রোঞ্চ জেতার হাতছানি ছিল সিন্ধুর সামনে। আর এই সুযোগ তিনি কোনভাবেই হাতছাড়া করেননি। চীনা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে টোকিও অলিম্পিকে ব্রোঞ্চ জিতলেন সিন্ধু।

   

সিন্ধুই প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে পরপর দুবার পদক জিতলেন। ট্রফি জয়ের পর সিন্ধুর প্রতিক্রিয়া, “পরিশ্রম করেছি, ঢিলেমি দিই নি, সোনা জয়ের আসা ছিল কিন্তু আমি এতেও খুশি।”

সিন্ধুর এই জয়ে শুভেচ্ছা জানিয়েছেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।