Government

Government: সাবধান, স্কুল পালিয়ে ঘুরতে গেলেই বিপদ! কড়া নজরদারিতে পড়ুয়ারা

নিউজ শর্ট ডেস্ক: সব বাবা-মায়েরাই চান তাঁদের সন্তানরা স্কুলে গিয়ে যেন মন দিয়ে পড়াশোনা করেন। কিন্তু অনেক পড়ুয়া আছেন যারা পড়াশোনার নাম করে ক্লাসে আসলেও, ক্লাস না করেই বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে। কেউ কেউ আবার ক্লাস বাঙ্ক করে বন্ধু-বান্ধবদের সাথে মিলে চলে যায় সিনেমা দেখতে।

দিনের পর দিন এইভাবে পড়ুয়াদের ফাঁকিবাজি চলতে থাকায় আখেরে ক্ষতি হয় সেই সমস্ত পড়ুয়াদেরই। ক্লাসের পড়াশোনা জানতে না পারার ফলে পরীক্ষায় খারাপ রেজাল্ট হয় তাদেরই। তাই স্কুলের পড়ুয়াদের নিয়ে এবার এক কড়া পদক্ষেপ নেওয়া হল। যাতে করে স্কুল ফাঁকি দিলেই খবর চলে যাবে অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকের কাছে।

সম্প্রতি স্কুল পড়ুয়াদের এই ক্লাসে ফাঁকি দেওয়ার প্রবণতাকে ঠেকানোর জন্য চালু করা হয়েছে কিউআর কোড অ্যাটেন্ডেন্স (QR Code Attendance) পদ্ধতি। এই কিউআর কোড অ্যাটেন্ডেন্স পদ্ধতির মাধ্যমে এবার থেকে যখনই কোনো পড়ুয়া স্কুলে ঢুকবেন তখনই তাদের কিউআর কোড স্ক্যান করতে হবে এবং স্কুলে নিজেদের উপস্থিতির বিষয়টি জানাতে হবে।

কিউআর কোড অ্যাটেন্ডেন্স,QR Code Attendance,যাদবপুর বিদ্যাপীঠ,Jadavpur Vidyapith,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

পড়ুয়াদের  মতো একই ভাবেই অ্যাটেনডেন্স দিতে হবে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরও। সম্প্রতি  ছাত্র-ছাত্রীদের অ্যাটেনডেন্স দেওয়ার এই নতুন পদ্ধতি চালু করা হয়েছে যাদবপুরের সরকার অনুমোদিত স্কুল যাদবপুর বিদ্যাপীঠে (Jadavpur Vidyapith)। এই স্কুলে এখন কিউআর কোড অ্যাটেনডেন্স পদ্ধতি চালু করার পর থেকে পড়ুয়াদের আই কার্ডেও আনা হয়েছে বদল।

আরও পড়ুন: IAS অফিসাররা কত মাইনে পান জানেন? বেতন ছাড়াও আর কী কী সুবিধা পাবেন জানলে অবাক হবেন

তাই এখন সমস্ত পড়ুয়াদেরই স্কুলের আই কার্ডে রয়েছে কিউআর কোড। যার ফলে এবার থেকে যখনই পড়ুয়ারা স্কুলে ঢুকবেন তখনই স্ক্যানার মেশিনের মাধ্যমে তাদের আইকার্ডের পিছনে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যানিং সফল হয়ে গেলেই  অ্যাটেনডেন্স মার্ক করা হবে।

কিউআর কোড অ্যাটেন্ডেন্স,QR Code Attendance,যাদবপুর বিদ্যাপীঠ,Jadavpur Vidyapith,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এইভাবে পড়ুয়ারা কখন স্কুলে ঢুকছেন কখন বেরোচ্ছেন এই সমস্ত তথ্য স্কুলের কাছে তো থাকবেই, সেই সাথে তাদের স্কুলের ঢোকা-বেরোনোর সমস্ত তথ্য একটি অ্যাপের মাধ্যমে মেসেজ করে পাঠিয়ে দেওয়া হবে অভিভাবকদের মোবাইল নম্বরেও। এছাড়া এবার থেকে এই স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের কাছে থাকবে একটি ই-ডায়রি। সেখানেও থাকবে সমস্ত তথ্য।

Avatar

anita

X