আইপিএলে ব্যর্থ হয়েও কেন বিশ্রাম নিল রোহিত! কটাক্ষ প্রাক্তন ক্রিকেটারের

এবারের আইপিএলে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। ব্যাট হাতে যেমন ব্যর্থ হয়েছেন তেমনই অধিনায়ক হিসেবে তিনি ব্যর্থ। প্লে অফে যেতে পারেনি রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল এর পরই জাতীয় দলের হয়ে না খেলে তিনি বিশ্রাম নিয়েছেন। রোহিত শর্মার এই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন ভারতীয় দলের প্রাক্তন জোরে বোলার আর পি সিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুদ্র প্রতাপ বলেন, ‘‘বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত ক্রিকেটারের ব্যক্তিগত। কিন্তু আমার মনে হয় রোহিত বিশ্রাম না নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললে ভাল করত। কারণ, ও দলের অধিনায়ক। তার উপর আইপিএলে ভাল খেলতে পারেনি। তাই এখন ওর বিশ্রাম নেওয়া উচিত হয়নি।’’

এ বারের আইপিএলে ১৪টি ম্যাচে ২৬৮ রান করেছেন রোহিত। গড় মাত্র ১৯.১৪। স্ট্রাইক রেট ১২০.১৭। একটিও অর্ধশতরান করতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে এই দক্ষিণ আফ্রিকা সফরে নিজেকে আরও একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল রোহিত শর্মা কাছে। কিন্তু তিনি সেটা না করে বিশ্রাম নিয়েছেন। আর তাই রোহিত শর্মার এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন আরপি সিং।

Avatar

Koushik Dutta

X