Arijit

চোটের জন্য মাঝপথেই কেরিয়ার শেষ হতে চলেছে জাদেজার, এই ফরম্যাট থেকে নেবেন অবসর

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করলেও চোটের কারণে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেননি ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে জাদেজার চোট অত্যন্ত গুরুতর যার ফলে জাদেজার হাঁটুতে অস্ত্রোপচার করতে হতে পারে। আর সেই কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে রাখা হয়নি জাদেজাকে।

   

ইতিমধ্যে জাদেজা তার হাঁটুর চোট নিয়ে বিসিসিআই এর তত্ত্বাবধানে চিকিৎসকদের পরামর্শ নিতে শুরু করেছে। মনে করা হচ্ছে যদি জাদেজার হাঁটুতে অস্ত্রোপচার করা হয় তাহলে আগামী চার থেকে ছয় মাস পুরোপুরিভাবে মাঠের বাইরে থাকতে হবে জাদেজাকে।

এই মুহূর্তে জাদেজা ক্রিকেটের তিনটি ফরমেটেই ভারতীয় দলের নিয়মিত সদস্য। দেশের মাটি হোক কিংবা বিদেশে প্রথম একাদশে জাদেজা থাকবেই। ভারতীয় দলের পাশাপাশি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাদেজা। আর সে কারণেই এবার ধোনির থেকে বেশি দাম দিয়ে জাদেজাকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস।

তবে জাদেজার এক কাছের বন্ধুর কাছ থেকে জানা গিয়েছে নিজের ক্রিকেট ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করার লক্ষ্যে ক্রিকেটের তিনটি ফরমেট এর মধ্যে যেকোন একটি ফরম্যাট থেকে অবসর নিতে পারেন জাদেজা। মনে করা হচ্ছে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবেন জাদেজা।