Arijit

জাদেজাকে ‘জল থেকে বার করে আনা মাছ’ বলে মন্তব্য করলেন রবি শাস্ত্রী

এবারের আইপিএল শুরু হওয়ার আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়ে দেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির পরিবর্তে জাদেজার কাঁধে নেতৃত্ব তুলে দেয় সিএসকে টিম ম্যানেজমেন্ট। নতুন অধিনায়ক জাদেজার নেতৃত্বে একেবারেই ভালো খেলতে পারেনি চেন্নাই সুপার কিংস। প্রথম আটটি মাসের মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছিল সিএসকে। যার ফলে নিজে থেকেই অধিনায়কত্ব ছেড়ে দেয় রবীন্দ্র জাদেজা।

   

জাডেজার অধিনায়কত্বে মোটেই খুশি হতে পারেননি রবি শাস্ত্রী। জাডেজাকে দেখে জল থেকে বার করে আনা মাছ বলে মনে হচ্ছিল বলে জানিয়েছেন তিনি।

জাডেজার অধিনায়কত্বের প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘‘জাডেজার মধ্যে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা নেই। কোনও পর্যায়ে ও কখনও অধিনায়ক হয়নি। তাই ওকে নেতৃত্ব দিয়ে ওর উপর চাপ বাড়িয়ে দিয়েছিল সিএসকে। লোকে জাডেজার ভুল দেখছে। কিন্তু সেটা ঠিক নয়। ও কোনও দিন অধিনায়কত্ব করেনি। তাই ওকে দেখে মনে হচ্ছিল জল থেকে মাছকে বার করে আনা হয়েছে। কী করবে বুঝতে পারছিল না। তার থেকে এক জন ক্রিকেটার হিসাবে জাডেজা অনেক বেশি কার্যকর। কারণ ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।’’