Rachana

Moumita

স্ত্রী হিসেবে নিজেকে শূন্য দেব! দ্বিতীয়বার ডিভোর্সের পর আক্ষেপ রচনা ব্যানার্জির

টেলি দুনিয়ার অন্যতম খ্যাতনামা অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জী (Rachana Bannerjee)। একটার পর একটা হিট ছবি তার দখলে‌। বড়ো পর্দার সাথে সাথে রোয়াব জমিয়েছেন ছোটপর্দাতেও (Television)। অভিনেত্রীর শো ‘দিদি নাম্বার ওয়ান’ তো রীতিমতো সুপারহিট।

   

এহেন সফল অভিনেত্রীর ব্যক্তিগত জীবন কেমন? এই বিষয়ে যখনই কথা হয়েছে অভিনেত্রী তখনই জানিয়েছেন, তিনি নিজের দিকটাই দেখতে বেশি পছন্দ করেন। নিজের যা কিছু আছে তা নিয়েই খুশি থাকতে পছন্দ করেন। মা হিসেবেও নিজেকে ১০ এ ৭ দিয়েছিলেন রচনা।

এর আগে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় জি বাংলার টক শো অপুর সংসারে এসে খোলা মনে আড্ডায় মেতেছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এক বুক আক্ষেপ নিয়ে জানিয়েছিলেন, স্ত্রী হিসেবে নিজেকে ১০-এ শুণ্য দেবেন। এই প্রসঙ্গে প্রতিটা শব্দে ঝরে পড়েছিল কষ্ট।

রচনার কথায়, ‘কারণ আমার মনে হয়, সংসার করার জন্য, ভালভাবে সুষ্ঠভাবে, যে কোয়ালিটি একজন স্ত্রীর মধ্যে থাকা উচিত আমার বোধহয় নেই।’ আর কী কী করতে পারতেন রচনা? উত্তরে বলেন, ‘আরও অনেকটা বেশি স্বামীর সঙ্গে মানিয়ে নিতে হত। করলে হয়তো সবটা ভীষণ ভাল হল, আদর্শ স্ত্রী হতে পারতাম।’

অভিনেত্রীর আরো সংযোজন, ‘সবার নিজস্ব একটা গোল থাকে জীবনে, কেউ মনে করে আমার এই-এই পয়েন্টগুলো ঠিক, অপরজন মনে করে, তার সেই-সেই পয়েন্টগুলো ঠিক। যারা আমরা এই পেশায় কাজ করি, বিশেষ করে মেয়েরা, তাদের এমন কাউকে বিয়ে করা উচিত, যারা এই পেশাটাকে বুঝবে। কারণ আমাদের পেশাটা এতটা আলাদা অন্যদের থেকে, সেটা বোঝা, জানা, সেই মানুষটাকেও অনেক ক্ষেত্রে অনেকটা মানিয়ে নিতে হয়। নয়তো সুখী ঘর হওয়া খুব মুশলিক।’

এমতাবস্থায় শাশ্বত প্রশ্ন ছুঁড়ে দেন, ‘এমন মানুষ জীবনে রচনা পাননি বলে কি কখনও আক্ষেপ হয়?’ অভিনেত্রীর জবাব, ‘সবটাই নিজের মনের মধ্যে। আমি যদি মনে করি এটাতে আমি দুঃখী, আমি এটা কেন পেলাম না, আমার এটা কেন হল না। তার বদলে যদি আমরা মেনে নিয়ে থাকি যে এটা আমার হওয়ার ছিল না, আমারই কোনও খামতি ছিল, বিষয়টা অনেকবেশি সহজ হয়ে যায়।’