‘একটা সিরিয়াল করেই খ্যাতির শীর্ষে, একটুও ধৈর্য নেই’, টেলি নায়িকাদের চালচলন নিয়ে বিস্ফোরক রচনা

নিউজশর্ট ডেস্কঃ বাংলার ‘দিদি নাম্বার ওয়ান'(Didi No One) রচনা ব্যানার্জি(Rachna Banerjee), ৮ থেকে ৮০ সকলেই তার ভক্ত। অভিনয় জগতে দুর্দান্ত ইনিংস খেলার পর সঞ্চালনাতে এসেও ছক্কা হাঁকিয়েছেন এই সুন্দরী নায়িকা। গত ১০ বছরেরও বেশি সময় ধরে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। এই শোতে সমাজের সব স্তরের মানুষেরা যেমন খেলতে আসেন, ঠিক তেমনি সেলিব্রিটিদের জন্য বিশেষ পর্ব থাকে।

প্রতিযোগীরা তাদের জীবনের নানা কাহিনী যেমন তুলে ধরেন, ঠিক তেমনি সমাজের নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।  সম্প্রতি তরুণ প্রজন্মের অভিনেত্রীদের নিয়ে প্রসঙ্গ উঠেছিল এই শো-তে। এদিন অতিথি স্পেশাল পর্বে উপস্থিত হয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রীরা। সৌমিলি বিশ্বাস, সুচিস্মিতা চৌধুরী, সোমা বন্দ্যোপাধ্যায়, দেবযানী চট্টোপাধ্যায়ের মত তারকারা সানডে স্পেশাল পর্বে খেলতে এসেছিলেন।

এদিন অভিনেত্রী সোমা বলেন যে তিনি বহু সিরিয়ালে তরুণ প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করছেন। সেই অভিজ্ঞতা থেকেই তার মনে হয়েছে এখন কার অভিনেত্রীদের মধ্যে ধৈর্যের বড্ড অভাব রয়েছে। তার কথায়,  ‘এখনকার অভিনেতা-অভিনেত্রীরা ভীষণ অধৈর্য। দু’দিন কাজ করতে না করতেই তাঁদের সব কিছু চাই। আমাদের সময় কিন্তু এমনটা ছিল না। এখনকার তারকারা সহজেই অনেককিছু পেয়ে যায়, সেই জন্য হয়তো এত অধৈর্য’।

অভিনেত্রী সোমার কথাতে সহমত দিয়েছেন রচনা ব্যানার্জি। তিনি বলেছেন, ‘এখনকার অভিনেত্রীরা হলেন ওয়ান সিরিয়াল ওয়ান্ডার। একটা সিরিয়াল করেই তাঁরা খ্যাতির চূড়ায় উঠে যায়। তাঁদের বেশি সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় না’। তার এই বক্তব্যের পর তর্ক-বিতর্ক শুরু হয়েছে। যদিও অভিনেত্রী কারোর নাম উল্লেখ করেননি।

Papiya Paul

X