OTT

Moumita

সামান্থা থেকে রাধিকা, OTT-তে কাজ করে হয়েছেন কোটিপতি, ওয়েব দুনিয়ায় সবথেকে বেশি পারিশ্রমিক কার জানেন?

কোভিডের পর থেকেই ভারতে বিনোদনমূলক অনুষ্ঠানের সংজ্ঞা বদলে গেছে। এখন মানুষ থিয়েটারে কম ওটিটি-তে (OTT Platform) প্রোগ্রাম দেখতে বেশি পছন্দ করেন। সিনেমা হোক কিংবা ওয়েব সিরিজ, ওটিটি-র রমরমায় সব ধরণের কন্টেন্ট এখন হাতের মুঠোয়। সেই কারণে নির্মাতারাও এখন ডিজিটাল কন্টেন্টের দিকে বেশি ঝুঁকছে। আর তাতে রাতারাতি পারিশ্রমিক (Salary) বাড়াচ্ছেন তারকারাও। আজকের প্রতিবেদনে এমনকিছু অভিনেত্রীর কথা বলব, যাদের পারিশ্রমিকের অঙ্ক শুনলে ভিরমি খাবে অভিনেতারাও।

   

রাধিকা আপ্তে (Radhika Apte) : সেক্রেড গেমসের হাত ধরে যে যাত্রা তিনি শুরু করেছিলেন তা আজও অব্যাহত। ওটিটি-তে তার জনপ্রিয়তা আলাদাই মাত্রায় পৌঁছেছে। এইমুহুর্তে তাকে ওটিটি প্ল্যাটফর্মে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসাবে বিবেচনা করা হয়। একটি শো-র জন্য ৪ কোটিরও বেশি টাকা নেন তিনি।

সুস্মিতা সেন (Susmita Sen) : মিস ইউনিভার্স সুস্মিতাও রয়েছেন এই তালিকায়। বড়পর্দায় বিশেষ নাম করতে না পারলেও ওটিটির দুনিয়ায় তার রমরমা ভালোই। সূত্রের খবর, একটি শো-র জন্য প্রায় ২ কোটিরও বেশি টাকা চার্জ করেন তিনি।

প্রিয়ামনি (Priyamani) : এই দক্ষিণী নায়িকার দূর্দান্ত পারফরম্যান্স দেখেছিলেন ‘ফ্যামিলি ম্যান’ সিরিজে ‌। এমনিও প্রিয়ামনির পারফরম্যান্স নিয়ে কারো সন্দেহ থাকার কথা নয়। সূত্রের খবর, এপিসোড পিছু ১০ লাখ টাকা চার্জ করেছিলেন তিনি‌। এবং তার এই পারিশ্রমিক বাড়তে চলেছে বলেই খবর।

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu ) : ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকাদের মধ্যে অন্যতম হলেন সামান্থা। পিছিয়ে নেই ওয়েব সিরিজের দুনিয়াতেও। জানা যায় ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের প্রতিটি এপিসোডের জন্য ৮ লক্ষ টাকা চার্জ করেছিলেন তিনি‌। আগামী দিনে সেই অঙ্ক বাড়তেও পারে বলে খবর।

গওহর খান (Gauahar Khan) : তালিকার পরবর্তী নাম হল গহ্বর খান। এখনও পর্যন্ত তান্ডব, ​​বেস্টসেলার, সল্ট সিটির মত একাধিক ওয়েব সিরিজ করেছেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শো-র প্রতি এপিসোড পিছু ৩ লাখ টাকা চার্জ করেন তিনি।

ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia) : কথায় আছে পুরোন চাল ভাতে বাড়ে। ডিম্পল কপাডিয়ার ব্যাপারটাও খানিকটা সেরকম। ইতিমধ্যেই ‘রুদালি’র জন্য জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তিনি। সূত্রের খবর, এপিসোড পিছু ২ লাখ টাকা দাবি করেন তিনি।

রসিকা দুগ্গল (Rasika Duggal) : মির্জাপুর , মেড ইন হেভেন, দিল্লি ক্রাইম এবং অন্যান্য অনেক ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। তিনি তার কাজের জন্য মোটা পারিশ্রমিকও নেওয়া শুরু করেছেন। প্রতি এপিসোডের জন্য ২ লাখ টাকা নেন তিনি।

করিশ্মা কাপুর (Karishma Kapoor) : এখনও পর্যন্ত মাত্র একটি ওয়েব সিরিজেই দেখা গেছে করিশ্মার ক্যারিশ্মা। ভবিষ্যতে আরো অভিনয় করবেন কী না, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে ‘মেন্টালহুড’ শো-টির জন্য প্রতি পর্ব পিছু ১ লাখ টাকা চার্জ করেছিল তিনি।

শ্বেতা ত্রিপাঠী (Shweta Tripathi) : ওয়েব সিরিজের দুনিয়ায় অত্যন্ত পরিচিত মুখ তিনি। একাধিক সিরিজে দেখা গেছে তার উজ্জ্বল উপস্থিতি। গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি যে প্রোজেক্টেই হাত দিয়েছেন সেখানেই নিজের ছাপ ছেড়ে গেছেন। জানা গেছে প্রতিটি এপিসোডের জন্য ৫০ হাজার টাকা চার্জ করেন তিনি।