Papiya Paul

ছবি মুক্তির আগেই সুপারহিট, প্রভাসের ‘রাধে-শ্যাম’ ঘরে তুলল ২৫০ কোটি! চিন্তায় পড়েছে বলিউড

বলিউডকে টক্কর দিতে এখন ইন্ডাস্ট্রিতে এসে গিয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। পুষ্পা(Pushpa) ছবি রিলিজের পর দক্ষিণ ছবি নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা বহুগুণ বেড়ে গিয়েছে। আর এই ছবি পুরো বক্সঅফিস জুড়ে ৩০০ কোটির উপরে ব্যবসা করে ফেলেছে। যা সত্যিই লজ্জায় ফেলতে পারে বলিউড সিনেমাকে। তবে এবার দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা প্রভাসের ছবি নতুন রেকর্ড গড়লো।

   

গতবছর নভেম্বর মাসেই প্রভাস(Prabhas) ও পূজা হেগড়ে(Puja Hegde) অভিনীত ছবি ‘রাধে শ্যাম'(Radhe Shyam) এর ট্রেলার এর ভিডিও মুক্তি পেয়েছিল। ট্রেলারেই কাঁপিয়ে দিয়েছে এই ছবি। এই বছর ১৪ জানুয়ারি মুক্তি পাবার কথা ছিল ‘রাধে শ্যাম’ ছবিটির। কিন্তু করোনার জেরে সেই মুক্তির ডেট পিছিয়ে গিয়েছে। তবে এবার নতুন করে ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। আগামী ১১ ই মার্চ ছবি নতুন রিলিজের দিন ঘোষণা করা হয়েছে। আর তার আগেই মিলেছে সুখবর।

এই ছবি মুক্তি পাবার আগেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। বর্তমান পরিস্থিতিতে কোন ছবি ১০০ কোটি টাকার ব্যবসা করতে হিমশিম খেয়ে যায়। সেখানে ২৫০ কোটি টাকা তো বিরাট ব্যাপার! এর আগে বাহুবলি সিনেমা দিয়ে জনপ্রিয়তার চূড়ান্ত সীমায় পৌঁছে ছিলেন প্রভাস। আর তাই তার এই ছবিটিও সুপারহিট হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

এই ছবিতে নায়কের চরিত্রে রয়েছেন প্রভাস আর তার বিপরীতে থাকছেন অভিনেত্রী পূজা হেগড়ে। এই ছবিটা ৪০০ কোটির বাজেটে তৈরি করা হয়েছে। এই ছবি নিয়ে বেশ আশাবাদী রয়েছেন পরিচালক-প্রযোজক পর্যন্ত। উল্লেখ্য, একসময় দক্ষিণী ছবি সুপারহিট হলেও সেটা শুধুমাত্র দক্ষিণ ভারতে মুক্তি পেতো।

আবার অনেক ছবি স্বত্ব কিনে নিয়ে বলিউডের পরিচালকেরা হিন্দিতে এসে ছবি তৈরি করতেন। কিন্তু এখন সেই ট্রেন্ড বদলে গিয়েছে পুরোপুরি। পরিচালক ও প্রযোজক ছবির স্বত্ব বিক্রি না করে নিজেরা একাধিক ভাষায় ছবি রিলিজ করেছেন। আর এর ফলে আগামী দিনে বলিউডের সঙ্গে যে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জোর প্রতিযোগিতা চলবে সেটা এখন থেকে বোঝা যাচ্ছে।