Rahul Priyanka

ছেলে সহজের জন্যই সম্পর্ক সহজ হল রাহুল-প্রিয়াঙ্কার, বিচ্ছেদ ভুলে ফের কাছাকাছি তারকা জুটি

বহুদিন হয়ে গেল একে অপরের থেকে আলাদা হয়ে গেছেন তারা। বিচ্ছেদের (Divorce) পর দু’জনের সম্পর্ক নিয়ে কম ঘানাঘুষো হয়নি। এককালীন হট জুটি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodaya Bannerjee) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) এখন একে অপরের থেকে আলাদা থাকেন। আসলে ছেলে সহজের জন্মের পর থেকেই সেই সম্পর্কের গতিপথ বদলে গেছে।

বিচ্ছেদের পর হামেশাই ওকে অন্যের দিকে আঙুল তুলেছেন তারা। এবং তা নিয়ে কাদা ছোড়াছুড়িও কম হয়নি যদিও। তবে বিগত কয়েক মাস যাবৎ দেখা যাচ্ছে, অনেকটাই সহজ হয়েছে তাদের সম্পর্ক। সে ছেলে সহজের জন্যেই হোক বা, তাদের বন্ধুত্ব বৃদ্ধির কারণেই হোক। পুজো, পার্বণে সহজের বাবা-মা হয়ে প্রকাশ্যে এসেছেন এই জুটি।

এছাড়া প্রিয়াঙ্কার জন্মদিনেও উপস্থিত ছিলেন রাহুল। নায়িকার সঙ্গে রংমিলান্তি পোষাক পরে হাজির ছিলেন তিনি। স্টুডিও পাড়ায় শোনা যাচ্ছিল, বিভেদ ভুলে আবার কাছাকাছি আসছেন তারা। আর এবার সেই গুজবেই শিলমোহর দিলেন অভিনেতা। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি মামলা তুলে নিয়েছেন তিনি।

অভিনেতাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘হ্যাঁ মামলাটা চলছিল অনেক দিন ধরে, প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’’ তবে কি জলদিই রিইউনাইট করতে চলেছেন? রাহুলের জবাব, ‘‘হ্যাঁ,এখনও শিফ্‌ট করিনি, তবে খুব শীঘ্রই থাকব একসঙ্গে।’’ যদিও এই সিদ্ধান্ত যে ছেলে সহজের কথা ভেবেই নেওয়া, জানিয়েছেন অভিনেতা।

Tollywood,Gossip,Entertainment,Rahul Arunodaya Bannerjee,Priyanka Sarkar,Divorce,Marriage,টলিউড,বিনোদন,গসিপ,ডিভোর্স,রাহুল অরুণোদয় বানার্জি,প্রিয়াঙ্কা সরকার,বিয়ে

আসলে ছেলের খুশিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন তারা। প্রসঙ্গত, ২০১৮ সালে এই মামলা কোর্টে উঠেছিল। ২০২৩ সালের জানুয়ারি মাসে শুনানি থাকলেও কেউ আদালতে পৌঁছায়নি। তাই ডেট বাড়ানো হয়েছে। তবে সূত্রের খবর, তার আগেই মামলা প্রত্যাহার করার চিন্তাভাবনা করেছেন দুইপক্ষই। যদিও এই বিষয়ে প্রিয়াঙ্কার জবানবন্দি এখনও পাওয়া যায়নি।

Avatar

Moumita

X