Dev

‘বাঙালির মজা দেব-ব্যোমকেশ’, রাহুলের কটাক্ষে শুরু বিতর্ক, চাঁচাছোলা জবাব দিলেন রানা সরকার

অভিনেতা হিসেবে ১৭ টা বছর পূর্ণ করে ফেললেন দেব (Dev)। এখন তো প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। যে কয়টা ছবি রিলিজ করেছে তার সবকটিই হিট। তবুও যে ট্রোল (Troll) সঙ্গে নিয়ে পা রেখেছিলেন টলিউডে, সেই ট্রোলের হাত থেকে আর রেহাই মিলল না দেবের। আর এবার আরেক অভিনেতা রাহুল (Rahul Arunoday Banerjee) ছুঁড়লেন ব্যাঙ্গাত্মক তীর।

সদ্যই খবর মিলেছে, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করবেন দেব। কেরিয়ারের ১৭ বছরপূর্তি উপলক্ষে একটি বিশেষ ঘোষণা করেছিলেন দেব। অভিনেতা লিখেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্তি উপলক্ষে অভিনেতা হিসাবে আমার আগামী ছবির কথা ঘোষনা করছি, ব্যোমকেশ দূর্গ রহস্য।’

এদিকে দেবের ওই পোস্ট তার অনুরাগীরা খুশি হলেও প্রচণ্ড অসন্তুষ্ট হন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। ব্যাঙ্গের ছলে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। রাহুল লেখেন, “খুশবন্ত সিংয়ের জোক: দুই পাঞ্জাবি দাবা খেলছে। আর বাঙালির জোক: দেব ব্যোমকেশ।” দেব কিছু প্রতি উত্তর না দিলেও তার হয়ে মুখ খুলেছেন প্রযোজক রাণা সরকার।

দেব,রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়,ব্যোমকেশ,রানা সরকার,dev,Rahul Arunoday Banerjee,Rana Sarkar,Byomkesh,Tollywood,Entertainment,Gossip,Controversy,টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক

রাহুলের নাম না নিয়ে ‘আঁতেল বাঙালি’ বলেও কটাক্ষ করেছেন রানা সরকার। তিনি লিখেছেন, ‘চিড়িয়াখানায় মানিকবাবু তাও উত্তমকুমারের ক্যারিশ্ম্যাটিক স্ক্রিন প্রেজেন্সকে ব্যবহার করে কিছুটা স্বস্তি দিয়েছেন দর্শককে। কিন্তু ঋতুপর্ণ ঘোষ যখন সত্যান্বেষী বানালেন সুজয় ঘোষকে ব্যোমকেশ করে তখন এইসব আঁতেল বাঙালি টুঁ শব্দটি করার সাহস দেখাননি।’

দেব,রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়,ব্যোমকেশ,রানা সরকার,dev,Rahul Arunoday Banerjee,Rana Sarkar,Byomkesh,Tollywood,Entertainment,Gossip,Controversy,টলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক

এখানেই থেমে থাকেননি রানা। প্রযোজকের সংযোজন, ‘শরদিন্দু বাবুর মহান সৃষ্টিকে যারা আপন মনের মাধুরী মিশায়ে রবার্ট ডি নিরো আল পাচিনো লেভেলে পৌঁছে নিয়ে গেছেন তাদের মনেই থাকেনা ইতিমধ্যেই সত্যজিৎ রায় ও ঋতুপর্ণ ঘোষ অত্যন্ত খাঁজা মানের দুটি ব্যোমকেশ বানিয়ে ফেলেছেন। ওই দু’টি ব্যোমকেশ গোত্রীয় সিনেমা যে আদপেই কোনও শিল্প নয় এটা বলার সৎসাহস দেখানোর মতো ধক কারও ছিল না।’

এই বিষয়ে রানার স্পষ্ট কথা,“দেবের ব্যোমকেশ ভাল না খারাপ দর্শক বুঝে নেবে, ফিল্ম দুনিয়ার আতেঁল বাঙালি চাপ নেবেন না। জয় ব্যোমকেশ, জয় দেব।” পাশাপাশি তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন যে, ‘দেব আপ্রাণ পরিশ্রম করে ব্যোমকেশ চরিত্র রূপায়িত করার চেষ্টা করবে, দুর্গ রহস্য সর্বকালের সর্বোচ্চ বক্স অফিস গ্রসার হবে।’

Avatar

Moumita

X