টলিউড,বিনোদন,গসিপ,সাক্ষাৎকার,রাহুল বন্দ্যোপাধ্যায়,রাজ চক্রবর্তী,Tollywood,Entertainment,Gossip,Rahul Banerjee,Raj Chakraborty,Interview

Moumita

‘রাজ চক্রবর্তীর সাথে কাজ করতে চাই না’, প্রথম পরিচালককে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেতা রাহুলের

দিন কয়েক আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াজুড়ে ছবি বয়কটের দাবি তুলেছে নেটিজনরা। প্রচারের সবরকম চেষ্টা করে নেওয়ার পরও নেটিজেনদের মন গলাতে পারেনি রাজ-শুভশ্রী। তারমধ্যেই আবার রাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়।

   

আমি রাজ চক্রবর্তীর সঙ্গে কোনওদিন কাজ করতে চাই না।” হ্যাঁ, ঠিক এটাই বললেন অভিনেতা। কিন্তু কী এমন হলো যার জন্য, একেবারে কাজ করতেই চান না তিনি! জানা গেলো এই ক্ষোভের সূত্রপাত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির সময় থেকেই। ছবি মুক্তির পর ১৪ টা বছর পেরিয়ে গেলেও সেই ঘা এখনও টাটকা। পুরোনো স্মৃতি মনে করতে গিয়ে উঠে এলো সেই দগদগে স্মৃতি।

প্রসঙ্গত, বড়োপর্দায় রাহুলের প্রথম ছবি। বছর ১৭ এর প্রিয়াঙ্কা আর রাহুল তখন সবে ২৪। রাজ চক্রবর্তীর প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’। ছবির গান আর ট্রেলার এতোটাই হিট হয় যে ছবি মুক্তির আগেই সবাই চিনে যায় রাজ-রাহুল আর প্রিয়াঙ্কার নাম। আর ছবি, সে তো আর নতুন করে বলার কিছু নেই। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সফল ছবির মধ্যে এটি একটি।

তবে এসবের মাঝে আরো কিছু রয়েছে যা আমরা হয়তো জানিনা‌। এইদিন রাহুলকে প্রশ্ন করা হয় প্রথম ছবির সেই দিনগুলোতে ফিরে গেলে কী মনে পড়ে? তিনি জানান, “অনেক কিছু মনে পড়ে এখন ফিরে তাকালে। কত বাচ্চা ছিলাম আমরা। এখন ভাবনা চিন্তাই বদলে গিয়েছে। চিরদিনের সঙ্গে একটা স্মৃতি সবসময়ই জড়িয়ে থাকবে, সেই সময়ই আমার সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্কটা পরিপূর্ণ রূপ নেয়। আর এই ছবি মুক্তির পর সেই সময় হাজার খানেক জুটি পালিয়ে বিয়ে করে। এককথায় পালিয়ে বিয়ে করার অনুপ্রেরণা হয়ে গিয়েছিলাম আমরাই।”

ছবি নিয়ে রয়েছে যেমন ভালো কিছু স্মৃতি তেমনই কিছু রাগ, ক্ষোভ, অভিমানও। অভিনেতার কথায়, ““আমি আর রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চাই না। এর থেকে বড় পাওনা আমার কাছে আর কিছু ছিল না।” কেন? “ভাল ছবির নোংরা দিক নিয়ে আলোচনা করতে চাই না। নবাগত হিসাবে আমার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। আমরা একে অপরের সঙ্গে কাজ করতে চাই না। ছবি মুক্তির একমাসের মধ্যে আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছিলেন রাজ। আমাকে প্রিয়াঙ্কাকে নিয়েও বাজে কথা বলেছিলেন।”

এর সাথে তিনি আরো জানান, ‘প্রেম আমার’ ছবিটি তো আমার জন্যই লেখা হয়েছিলো। কিন্তু সেখান থেকে রাজ আমাকে সরিয়ে দেয়। আমার তাতে কিছু আসে যায় না। প্রেম আমার করলে কী হত, তৃণমূলের বিধায়ক হতাম। যা আমি কোনওদিনই হতে চাই না। আমি যা ছিলাম সেটাই থাকতাম।” এছাড়াও অভিনেতা জানালেন, ভালো খারাপের মাঝে সবচেয়ে বেশি যা মিস করেন তা হলো তার সাফল্য এবং ফিটনেস।