ভবিষ্যতে কি দেশকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক? জানিয়ে দিলেন রাহুল দ্রাবিড়

এবার আইপিএলে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন হার্দিক পান্ডিয়া। ব্যাটিং, বোলিং এর পাশাপাশি অধিনায়ক হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে প্রথমবার অধিনায়কত্ব করতে নেমে গুজরাটকে আইপিএল চ্যাম্পিয়ান করেছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নজর কেড়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।

গুজরাট কে আইপিএল জেতানো হার্দিক পাণ্ড্য কি ভবিষ্যতে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন? এই বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রাহুল দ্রাবিড় বলেছেন, ” হার্দিকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। হার্দিকের নেতৃত্ব আমার খুব ভাল লেগেছে। নেতা হতে গেলে অধিনায়কের পদে বসতেই হবে, এমন কথা নেই। ওকে বোলিংয়ে ফিরতে দেখে বেশি খুশি হয়েছি। ক্রিকেটার হিসেবে ওর থেকে সেরাটা বের করে আনতে চাই। ভবিষ্যতে কী হবে সেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।”

এইদিন নেটে দীর্ঘক্ষন বোলিং করেন হার্দিক পান্ডিয়া। বোলিং করার সময় হার্দিক পান্ডিয়ার বোলিং খুঁটিয়ে দেখেন রাহুল দ্রাবিড়। অপরদিকে উমরান মালিকের বোলিংও নজর কেড়েছে রাহুল দ্রাবিড়ের।

Avatar

Koushik Dutta

X