Arijit

সৌরভ-বিরাট বিতর্কে প্রথমবার মুখ খুললেন দ্রাবিড়, বিরাটকে নিয়ে দিলেন বড় বয়ান

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারত। এখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়ে গিয়েছে। তবে টেস্ট সিরিজ শুরু হওয়ার কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রাহুল দ্রাবিড়।

   

ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করে রাহুল দ্রাবিড় বলেছেন, বিরাট কোহলি যখন টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিল তখন আমি ভারতীয় দলের সদস্য ছিলাম। গত 10 বছরে একজন ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে যথেষ্ট পরিণত হয়েছে বিরাট কোহলি। এই কয়েক বছরে ব্যাপক উন্নতি ঘটেছে বিরাট কোহলির খেলায়।

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির মধ্যে একটা বিতর্ক চলছে। আর এই বিতর্কের মাঝেই বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়।

অনেকেই মনে করছেন আসন্ন টেস্ট সিরিজে বিরাট কোহলির মনসংযোগ বাড়াতে এবং যাবতীয় বিতর্ক থেকে বিরাট কোহলিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাহুল দ্রাবিড় এই সমস্ত কথাবার্তা বললেন।

বিরাট- সৌরভ বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে সুকৌশলে এড়িয়ে গেলেন রাহুল দ্রাবিড়। তিনি বললেন এটি বোর্ডের ভেতরের ব্যাপার, এই পুরো বিষয়টা দেখছেন বিসিসিআই কর্তারা। সংবাদমাধ্যমের কাছে এই ব্যাপারে মুখ না খোলায় ভালো।