Arijit

‘আমার সব কথা ওর ভালো লাগবে এমন নয়’, ঋদ্ধিকে নিয়ে বিস্ফোরক রাহুল দ্রাবিড়

শ্রীলঙ্কার বিরুদ্ধে টিটোয়েন্টি সিরিজে দলে রাখা হয় নি ভারতের সিনিয়র উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে। আর তারপরই তিনি মুখ খোলেন। ড্রেসিংরুমের কথা বাইরে বলতে শুরু করেন। যা অস্বস্তি বাড়ায় ভারতীয় ক্রিকেটে।

   

ভারতের হেডকোচ রাহুল দ্রাবিড়ের দিকে আঙ্গুল তোলেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধি বলেন, ‘ ভারতীয় দলের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আগামী দিনে তোমাকে ভাবা হচ্ছে না।’

এইদিন তৃতীয় টিটিয়েন্টি ম্যাচ জেতার পর সাংবাদিক সম্মেলনে এসে শুরুতেই এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় রাহুল দ্রাবিড়কে। দ্রাবিড়কে প্রশ্ন করা হয়, ‘‘ঋদ্ধি বলেছেন তাঁকে আপনি জানিয়ে দিয়েছেন যে কেরিয়ার নিয়ে অন্য কিছু ভাবতে।”

এর জবাবে রাহুল দ্রাবিড় বলেন, ”আমি ওকে শ্রদ্ধা করি। ভারতীয় ক্রিকেটে ও অবদান রেখেছে। তবে আমাকে ক্রিকেটারদের অনেক কথাই বলতে হয়। সেগুলি যে সব সময় তাদের ভাল লাগবে এমনটা নয়। কিন্তু আমি পুরো বিষয়টা স্পষ্ট ভাবেই তাদের সামনে তুলে ধরতে চাই। তাদের ভাল না লাগলেও আমি বলব। তাই কঠিন কথাবার্তা ক্রিকেটারদের সঙ্গে বলতে হয়। আমি আশা করি না ক্রিকেটাররা সেটা ভালবেসে নেবে।’’