Arijit

সিরিজ জিতেও দলের তরুণ-প্রবীণ প্রতিদ্বন্দিতা নিয়ে নাজেহাল দ্রাবিড়

কানপুর টেস্ট ড্র হওয়ার পর মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 372 রানের বিরাট ব্যবধানে জিতেছে ভারতীয় দল। আর এই ম্যাচ জিতে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত। ভারতের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম টেস্ট সিরিজেই বাজিমাত করলেন রাহুল দ্রাবিড়।

   

তবে টেস্ট সিরিজ জেতার আনন্দে ভাসতে রাজি নন কোচ রাহুল দ্রাবিড় বরং তার মাথা ব্যাথা আরও বেড়ে গিয়েছে। এই টেস্ট সিরিজে পুরো ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করেছে। বিশেষ করে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নিজেদের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছে। আর এই তরুণ ক্রিকেটারদের ভালো পারফরম্যান্সই চিন্তা বাড়িয়ে তুলেছে হেডকোচ রাহুল দ্রাবিড়ের।

চোটের কারণে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের বদলে দলে এসেছিলেন তরুণ ক্রিকেটাররা। আর সুযোগ পেয়ে তারা যেভাবে পারফরম্যান্স করেছেন এতে এখন থেকেই চিন্তায় পড়ে গিয়েছেন রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়ের চিন্তার কারণ তরুণ ক্রিকেটাররা যেভাবে পারফরম্যান্স করলো এতে সিনিয়র ক্রিকেটাররা দলে ফিরলে আগামী টেস্ট সিরিজে কি হবে ভারতের প্রথম একাদশ? কাকে ছেড়ে কাকে দলে রাখবেন এই নিয়েই যাবতীয় চিন্তা রাহুল দ্রাবিড়ের।

তবে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ‘এই ধরনের মাথা ব্যথা থাকা ভারতীয় ক্রিকেটের জন্য খুবই ভালো। নির্বাচকদেরও এরপর থেকে দল নির্বাচন নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করতে হবে।’