Arijit

দ্রাবিড়ের এই মন্ত্রেই ব্যাট হাতে নায়ক হয়ে উঠলেন বোলার চাহার

শ্রীলঙ্কার দেওয়া 276 রানের টার্গেট চেজ করতে নেমে পরপর 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই সময় ক্রিজে নামেন দীপক চাহার। তখন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল আরও 116 রান। ভুবির আগে চাহারকে নামতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন।

   

সাত নম্বরে ব্যাট করতে নেমে 69 রানের দুর্দান্ত ইনিংস খেলে হারা ম্যাচে ভারতকে জিতিয়ে দেন চাহার। তখনও হয়তো কেউ ভাবতেও পারেনি দীপক চাহারও ভারতকে ম্যাচ জেতাতে পারে কিন্তু ভরসা রেখেছিলেন রাহুল দ্রাবিড়।

ম্যাচ শেষে পুরো কৃতিত্বই রাহুল দ্রাবিড়কে দেন দীপক চাহার। তিনি বলেন, ” রাহুল স্যার বলেছিলেন সব বল খেলতে। ভারতীয় এ দলের হয়ে আমি খেলেছিলাম সেই সময় উনি আমাকে দেখেছিলেন। উনার বিশ্বাস ছিল আমার ওপর, যা আমাকে উদ্বুদ্ধ করেছিল।”