Arijit

কোহলির অপসারণের পিছনে রয়েছে দ্রাবিড়ের কালো হাত, দাবি প্রাক্তন পাক ক্রিকেটারের

টি-টোয়েন্টির পর ওয়ানডে ফরম্যাটেও ভারতের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল বিরাট কোহলিকে। বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলের নতুন নেতা হলেন রোহিত শর্মা। এমনটা নয় যে বিরাট কোহলি ওয়ানডে অধিনায়ক হিসেবে খারাপ পারফরম্যান্স করেছে বরং ধোনি, কপিল দেবের থেকেও ওয়ানডে অধিনায়ক হিসেবে যথেষ্ট সাফল্য রয়েছে বিরাট কোহলির। তার সত্ত্বেও বিরাট কোহলি কে সরিয়ে দেওয়া হল অধিনায়কত্ব থেকে।

   

বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর এই নিয়ে দেশে, বিদেশে বিভিন্ন ক্রিকেট মহলে চলছে জোর সমালোচনা। অনেকেই বিরাট কোহলির কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। আবার কেও কেও বিরাট এর পরিবর্তে রোহিত শর্মার হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ায় বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

তবে বিরাট কোহলির থেকে যেভাবে অধিনায়কত্ব কেড়ে নেয়া হল এটা মোটেও ভালো ভাবে মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন বোলার দানিশ কনেরিয়া। নিজের ইউটিউব চ্যানেল বিসিসিআইয়ের সিদ্ধান্তের সমালোচনা করে দানিশ কনেরিয়া বলেছেন, “যখন ভারতের কোচ হয়ে ছিলেন অনিল কুম্বলে সেই সময় কুম্বলে এবং বিরাট কোহলির মধ্যে মতের মিল হচ্ছিল না। যার কারণে কোচের পদ কুম্বলেকে থেকে সরে যেতে হয়েছিল। তবে রবি শাস্ত্রী কোচ হিসেবে আসার পর শাস্ত্রী- কোহলির দারুন জটি তৈরি হয় এবং দুজনে মিলে ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যায়।

তবে শাস্ত্রীর পর ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় আসার পর কোহলির সঙ্গে তার মতের মিল হবেনা এটা ভালোভাবেই বুঝতে পেরেছিল বিসিসিআই। কারণ রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। আর সেই কারণেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল কোহলিকে।