Arijit

ব্যাঙ্গালুরুকে হারিয়ে আইপিএলের ফাইনালে রাজস্থান, স্বপ্নভঙ্গ কোহলিদের

গতকাল আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থান রয়েলস। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়েলসের অধিনায়ক সঞ্জু স্যামসন।

   

প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিরাট কোহলিকে হারিয়ে চাপে পড়ে যায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সময় দলের হাল ধরেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি এবং গত ম্যাচের নায়ক রজত পাতিদার। ফ্যাফ ডুপ্লেসি 25 রান করে আউট হয়ে গেলেও এইদিন ফের হাফ সেঞ্চুরি করেন রজত পাতিদার। তবে 42 বলে 58 রানের মাথায় তিনি আউট হয়ে যান। এছাড়া 13 বলে 24 রানের ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। নির্ধারিত কুড়ি ওভার শেষে আট উইকেট হারিয়ে 157 রান তোলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ইনিংস শুরু করে রাজস্থান রয়েলস। প্রথম পাঁচ ওভারেই তারা 60 রান তুলে নেয়। এইদিন ফের সেঞ্চুরি করেন জস বাটলার। মাত্র 60 বলে দুর্দান্ত সেঞ্চুরি করে এইদিন রাজস্থানকে ফাইনালে তুলে দিল বাটলার। আর এই ম্যাচ হেরে আইপিএল জয়ের স্বপ্ন ভেঙে গেল বিরাট কোহলিদের।