Arijit

ইডেনের বিরাট মঞ্চে রাজা রজত, সেঞ্চুরি করে বাঁচিয়ে রাখলেন কোহলির স্বপ্ন

গতকাল আইপিএলের প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্যাফ ডুপ্লেসির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস। বৃষ্টির জন্য এইদিন ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়। এইদিন টসে জিতে প্রথমে বেঙ্গালুরু কে ব্যাটিং করতে আমন্ত্রণ জানান লখনউ অধিনায়ক কে এল রাহুল।

   

এইদিন ইডেনে উপস্থিত সকল দর্শক অপেক্ষা করেছিলেন বিরাট কোহলীর খেলা দেখার জন্য। তাঁর জন্য সাজানো মঞ্চে রাজত্ব করলেন তরুণ ক্রিকেটার রজত পতিদার। ইডেনে প্রায় ৫৬ হাজার দর্শকের সামনে দাপট দেখালেন তরুণ ব্যাটার। তাঁর শতরানে ভর করে লখনউয়ের সামনে ২০৮ রানের লক্ষ্য রাখল আরসিবি।

এইদিন ম্যাচের প্রথম ওভারে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যান আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। সেই সময় বিরাট কোহলির সঙ্গে একটা দুর্দান্ত পার্টনারশিপ করে তোলেন রজত পাতিদার। একদিকে যখন বিরাট কোহলি ধরে খেলছিলেন অপরদিকে এক নাগাড়ে লখনউয়ের বোলারদের বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন রজত পাতিদার। মাত্র ৪৯ বলে শতরান করলেন রজত এবং ইনিংস শেষে ১১২ রানে অপরাজিত থাকেন পাতিদার। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২ টি চার এবং সাতটি ছয় দিয়ে।