বলিউড,বিনোদন,গসিপ,রাজেশ খান্না,অমিতাভ বচ্চন,Bollywood,Entertainment,Gossip,Rajesh Khanna,Amitabh Bachchan

‘দিওয়ার ছবির পর থেকেই হিংসে করতাম ওকে’, অমিতাভ সম্পর্কে বিষ্ফোরক স্বীকারোক্তি রাজেশ খান্নার

বলিউডের খ্যাতনামা অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনের অন্যতম সফল চলচ্চিত্র হলো ‘দিওয়ার’। ছবিতে ব্যাপক সমাদৃত হয়েছিলো অমিতাভ বচ্চনের অভিনয়। দর্শকদের কাছে নাম কুড়োলেও হিংসার পাত্র হয়ে উঠেছিলেন রাজেশ খান্নার কাছে। আর এই কথা জনসমক্ষে প্রকাশ করেছিলেন খোদ রাজেশ খান্নাই।

১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির গল্প লিখেছিলেন সেলিম-জাভেদ। অপরদিকে ছবিটি পরিচালনা করেছিলেন যশ চোপড়া। ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন শশী কাপুর, নীতু সিং, নিরূপা রায় এবং পারভিন ববির মতো বিশিষ্ট তারকারা।

জানিয়ে রাখি ছবিটি বক্স অফিসে যেমন আগুন লাগিয়েছিলো তেমনই প্রশংসা কুড়িয়েছিলো দর্শকমহলে। তবে একবার এক সাক্ষাৎকারে রাজেশ খান্না বলেছিলেন, ‘সেলিম-জাভেদ ও আমার মধ্যে মতভেদ ছিল। তারা যশ চোপড়াকে স্ক্রিপ্ট দিতে অস্বীকার করেছিল কারণ তাঁরা শুধু (অমিতাভ) বচ্চনকে চেয়েছিল। যদিও যশজি আমাকে দিওয়ারের জন্য চেয়েছিলেন, তার কোনও বিকল্প ছিল না। কিন্তু পরে মনে হয়েছে, অমিতাভ পরিচালকের মনের মতোই হয়ে উঠেছিল।’

এর সাথে সাথে তিনি জানান, ছবির দুটি রিল তিনি দেখেছিলেন। আর দুটিই দারুন পছন্দ হয়েছিলো তাঁর। অমিতাভের প্রশংসায় যেমন পঞ্চমুখ হয়ে উঠেছিলেন তেমনই নিজের হিংসার কথাও ব্যক্ত করেছিলেন।

তিনি বলেছিলেন, ‘প্রতিভা তো ছিল। আমি ওঁর (অমিতাভ) সঙ্গে ‘আনন্দ’ এবং ‘নমক হারাম’-এ কাজ করেছি। বলতে গেলে, হাঁড়ি থেকে চালের একটা দানা বের করেই বুঝে যাবে, কী হয়েছে। কিন্তু প্রতিভার সঠিক জায়গার প্রয়োজন। দিওয়ার পর আমি সবসময় তাঁকে হিংসা করতাম। ওঁ যতবার পিছলে যেত, আমি হেসে ফেলতাম। কারণ ওঁ একই ভুল করেছিল যা আমি একবার করেছিলাম।’

একথা যখন অমিতাভের কানে যায় তার প্রত্যুত্তরে তিনি জানান, ‘ঠিক আছে, আমি আপনার কাছ থেকে এই সমস্ত প্রশংসা শুনে এখানে বসে থাকতে পারছি না, কারণ এটি একটু অস্বস্তিকর।’ রাজেশ তার উত্তরে জানান, ‘অস্বস্তিকর না, এটাই সত্য’ একসময় তিনি মন থেকে গভীরভাবে অনুভব করেছিলেন এটা। জানিয়ে রাখি ‘আনন্দ’ এবং ‘নমক হারাম’ মাত্র এই দুটি ছবিতেই একসাথে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্না।

Avatar

Moumita

X