বলিউড,বিনোদন,গসিপ,রাজকুমার রাও,দিবাকর,অতুল মোঙ্গিয়া,সাক্ষাৎকার,Bollywood,Entertainment,Gossip,Rajkumar Rao,Dibakar,Atul Mongia,Interview

Moumita

নায়ক হওয়ার যোগ্য চেহারা নেই, একাধিক ছবিতে রিজেক্টেড হয়েও বলিউড কাঁপাচ্ছেন রাজকুমার রাও

রাজকুমার রাও এই মুহূর্তে বলিউডের এক পরিচিত মুখ। এযাবৎ নিজের অভিনয় জীবনে একাধিক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন সিনেমাপ্রেমীদের। এইমুহুর্তে তার ফ্যান ফলোয়িংসও আকাশছোঁয়া। তবে আজকের এই স্টারডম কি একদিনেই চলে এসেছিলো তার কাছে। না আছে কোনো গড ফাদার আর না আছে নায়ক সুলভ চেহারা। কীভাবে শুরু হয়েছিলো অভিনেতা রাজকুমার থেকে নায়ক রাজকুমারের কেরিয়ার! অডিশন থেকে মূখ্য ভূমিকা, কতটা চড়াই উৎরাই পার করতে হয়েছিলো তাকে?

   

সাল ২০১০, দিবাকর বন্দ্যোপ্যাধ্যায় পরিচালিত ‘লাভ সেক্স অর ধোঁকা’য় হঠাৎ এক নতুন মুখের উত্থান। নাহ্, তাকে বিশেষ কেউ চেনেনা এই ইন্ডাস্ট্রিতে। তবে তার অভিনয় দেখার পর সবার মনেই একটাই প্রশ্ন কে এই ছেলেটি? হ্যাঁ, কিছুটা এভাবেই শুরু হয়েছিলো রাজকুমারের বলিউড কেরিয়ার। পরিচালক দিবাকর এবং কাস্টিং পরিচালক অতুল মোঙ্গিয়া প্রথম চিনেছিলেন রাজকুমারকে। তাদের হাত ধরেই বি-টাউনে পা রাখেন তিনি। এরপর নিজের দূর্দান্ত অভিনয়ের সৌজন্যে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

শেলফ মেড স্টার রাজকুমার রাও একবার তার সাক্ষাৎকারে জানান, ‘আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমি নাকি যথেষ্ট লম্বা নই, চেহারার গঠন ঠিক নয়। আমার ভ্রূ-র আকার ঠিক নেই। এ রকম অনেক অদ্ভুত জিনিসই বলা হয়েছে। আমি জানতে চেয়েছিলাম, অভিনয়ের দাম নেই? সেটা কেউ চায় না?’ তারপর কেটে গেছে গোটা একটা দশক। একাধিক ছবিতে বাদ পড়ার পরও বলিউডের একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন তিনি। ‘বধাই দো’, ‘নিউটন’, ‘বরেলি কি বরফি’, ‘স্ত্রী’, ‘ট্র্যাপড’ এর মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। ‘শহিদ’ ছবির জন্য জাতীয় পুরষ্কারও এসেছে অভিনেতার ঝুলিতে।

তবে আজকের এই জায়গায় পৌঁছে তিনি কি ভুলে গেছেন তার কেরিয়ারের প্রথম দিনটাকে? মোটেও না, বরং পরিচালক দিবাকর এবং তার কাস্টিং পরিচালক অতুল মোঙ্গিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অভিনেতা জানিয়েছেন, ‘আমি খুশি দিবাকর ভালো অভিনয় চেয়েছিল। আর অতুল সেটা সেটা আমার মধ্যে খুঁজে পেয়েছিল। প্রতিভাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। শেষমেশ সেটাই থেকে যায়। আর কিছু না।’ প্রসঙ্গত, খুব শীঘ্রই রাজকুমারকে দেখা যাবে ‘হিট’ ছবিতে। আগামী ১৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।