Arijit

সোজা আঙুলে ঘি না ওঠায় এবার বাঁকা পথে ভারতকে বিপাকে ফেলতে মরিয়া রামিজ রাজা

ভারত এবং পাকিস্তান দুই দলের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত খারাপ। বর্তমানে সেই সম্পর্ক এতটাই তলানিতে ঠেকেছে যে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। যার ফল ভোগ করতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। তবে দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো আইসিসি টুর্নামেন্ট গুলিতে দুই দেশ একে অপরের মুখোমুখি হয়ে থাকে।

   

তবে এবার নিয়মিত ভারত- পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য সোজা পথে না হেঁটে আঙ্গুল বেকানোর পরিকল্পনা নিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। আইসিসির আগামী বৈঠকেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

রামিজ রাজার মতে যদি দ্বিপাক্ষিক সিরিজে ভারত- পাকিস্তান একে অপরের মুখোমুখি না হয় তাহলে প্রতিবছরই আইসিসির উচিত কোন না কোন ইভেন্টের আয়োজন করা যেখানে ভারত- পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। এক্ষেত্রে রামিজ রাজার যুক্তি, ভারত পাকিস্তান ছাড়াও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে প্রত্যেক বছর একটি চার দলীয় টি20 টুর্নামেন্ট আয়োজন করুক আইসিসি।