Arijit

‘সৌরভ-জয় শাহের সঙ্গে কথা হয়েছে’, ভারত-পাক সিরিজ নিয়ে বিস্ফোরক রামিজ রাজা

দীর্ঘ এক দশক হয়ে গেল ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় নি। দুই দেশের খারাপ রাজনৈতিক সম্পর্কের কারণেই ক্রিকেট বন্ধ রয়েছে। যার ফলে ভারত-পাক হাইভোল্টেজ লড়াই দেখা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন দুই দেশের সমর্থকরা। তবে এবার ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কিছুটা হলেও আশার আলো দেখা গেল।

   

বাইশ গজে ফের ভারত-পাক দৌরাত্ম্য দেখা নিয়ে আসার আলো শোনালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান রামিজ রাজা। জানা গেছে বিশ্বকাপের মধ্যেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং বিসিসিআই সচিব জয় শাহ-র সঙ্গে নাকি এই ব্যাপারে কিছুটা আলোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা।

ভারত- পাক দ্বিপাক্ষিক সিরিজ প্রসঙ্গে রামিজ রাজা বলেছেন, “এই বিষয়ে আমার সৌরভ গাঙ্গুলী এবং জয় শাহের সঙ্গে কথা হয়েছে। তবে ভারত- পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে এখনো অনেক কাজ বাকি রয়েছে। আমার মনে হয় রাজনীতিকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখা উচিত। তবে এই বিষয় নিয়ে এখনো আরও অনেক আলোচনা করতে হবে, তবেই সমাধানের পথ বের হবে।”