Arijit

‘এই ভারতীয় দলই বিশ্বের সেরা’, লর্ডস টেস্ট জেতার পর ভারতের প্রশংসায় পঞ্চমুখ রামিজ রাজা

ভারতীয় ক্রিকেট দল মানে শক্তিশালী ব্যাটিং লাইনআপ এবং দুর্বল বোলিং। বিশেষ করে অতীত থেকে ভারতের পেস আক্রমণ বরাবরই দুর্বল রয়েছে। স্পিন নির্ভর রয়েছে ভারতীয় বোলিং আক্রমণ। তবে বর্তমানে ভারতের সেই সংজ্ঞা একেবারেই মুছে গিয়েছে। পেস বোলিং আক্রমণের দারুণ উন্নতি করেছে টিম ইন্ডিয়া যার সুফল হাতেনাতে পাচ্ছে ভারত। একাধিক বিদেশ সফরে পেসারদের উপর ভর করে ম্যাচ জিতেছে ভারত। আর ভারতীয় দলের পেস আক্রমণের এমন পরিবর্তন তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্ব ক্রিকেটকে। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে পেসারদের উপর ভর করেই হাড্ডাহাড্ডি ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। তারপর থেকে ভারতীয় পেসারদের প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব ক্রিকেট।

   

দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে হাতে মাত্র 60 ওভার রেখে ডিক্লেয়ার দেয় ভারত। আর জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 272 রান। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের জয় প্রায় অসম্ভব ছিল। ম্যাচ ড্র করার কথা ভেবেছিল ইংল্যান্ডের ব্যাটসম্যান কিন্তু তাদের সেই পরিকল্পনা পুরোপুরিভাবে ভেস্তে দেয় ভারতীয় বোলাররা। দুর্দান্ত বোলিং করে হাতে আট ওভার বাকি রেখেই ইংল্যান্ডের 10 টি উইকেট তুলে নেয় ভারতীয় পেসাররা।

এবার ভারতীয় দলের প্রশংসা করে প্রাক্তন পাক অধিনায়ক রামিজ রাজা বললেন, ” একটা সময় ছিল যখন ভারত পুরোপুরি হবে স্পিন নির্ভর ছিল। তবে এখন সেই সমস্ত দিন বদলে গিয়েছে। এখন ভারতীয় পেস বোলিং বিশ্বের সেরা বোলিং। যেভাবে মহম্মদ সিরাজ, মহম্মদ সামিরা বোলিং করেছে তা এককথায় অবিশ্বাস্য। ভারত যেভাবে 60 ওভারের মধ্যে ইংল্যান্ডকে অলআউট করেছে তা অবিশ্বাস্য, সত্যিই ভারতীয় বোলিং দারুন উন্নতি করেছে।”