Arijit

অজি বোলারদের ভয়েই মরা পিচ বানিয়েছি আমরা, লজ্জার স্বীকারোক্তি রামিজের

দীর্ঘ দুই দশক পর পাকিস্তান সফরে গিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই মুহূর্তে পাকিস্তানের মাটিতে চলছে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ। ইতিমধ্যেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। এই টেস্ট ম্যাচটি ড্র হয়েছে।

   

এই টেস্ট ম্যাচ ড্র হওয়ার সব থেকে বড় কারণ রাওয়ালপিন্ডির মরা পিচ। 5 দিনের এই খেলায় দুই দল মিলিয়ে মাত্র 14 টি উইকেট পড়েছে। এরপরই রাওয়ালপিন্ডির মরা পিচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অবশেষে এই বিতর্ক এর মাঝে নীরবতা ভাঙলো পাকিস্তান। বিতর্ক নিয়ে মুখ খুলল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা।

সোশ্যাল মিডিয়াতে পিসিবি প্রকাশিত একটি ভিডিয়োতে রমিজ রাজা বলেছেন, ” আমরা যখন ঘরের মাঠে খেলি তখন নিজেদের পূর্ণশক্তি অনুযায়ী খেলার চেষ্টা করি। আমরা শুধু দ্রুত এবং বাউন্সি পিচ বানিয়ে অস্ট্রেলিয়ার কোলে খেলতে চাই না। তাই ইচ্ছা করেই এই ধরনের লো বাউন্সি পিচ তৈরি করা হয়েছে।”